হিন্দু গৃহবধুকে কোদাল দিয়ে কোপালো প্রতিবেশীরা
এইবেলা ডেস্ক: অর্চনা রানী ও তার স্বামী অনিল চন্দ্র রায়কে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা লালমনিরহাটে। অর্চনা রানী তার নিজ জমি থেকে আব্দুল হাকিম ওরফে হাকিকে উঠে যেতে বলায় এই নির্মম হামলা চালায়। বর্তমানে অর্চনা রানীর অবস্থা খুবই সংকটময়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন লালমনিরহাট সদরের উত্তর সাপ্টানা কোরবানটারী গ্রামের অর্চনা রানী (৩২)। কোদাল দিয়ে মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করা হয়েছে অর্চনাকে। সেই ক্ষত স্থানে ৪২টি সেলাই দেয়া হয়েছে। মাথা থেকে প্রচুর পরিমানে রক্তক্ষরনের কারনে অর্চনার অবস্থা দিনদিন শোচনীয় হচ্ছে। তাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক রংপুর মেডিকেল কলে হাসপাতালে স্থানান্তর করেন।
গেল ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে আহত অর্চনা রানী তাদের আলু ক্ষেত থেকে ১নং আসামী হাকি’র মেয়ে ৩ নং আসামী হাছিনা বেগমকে উঠে যেতে বলায় হাকি ও তার পরিবারের সবাই ক্ষিপ্ত হয়ে অর্চনা রানীর উপর হামলা চালায়। এসময় হাকির স্ত্রী মাজেদা ও মেয়ে হাছিনা অর্চনা রানীকে ঝাপটে ধরে আর হাকি থারাল কোদাল দিয়ে তার মাথায় কোপাতে থাকে। অর্চনা রানী জ্ঞান হারিয়ে ফেললে স্খানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।
অর্চনার স্বামী অনিল চন্দ্র রায় অভিযোগ করে বলেন জমি সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরেই আব্দুল হাকিম ওরফে হাকি পরিবারকে সাথে নিয়ে হত্যার উদ্দেশ্যে তার স্ত্রীর উপর এ হামলা চালায়। এর আগেও হাকি একাধিকবার তাদের উপর হামলা করেছিল। এমনকি হাকি’র বাবা ফয়েজ উদ্দিন থাকাকালীনও জমি নিয়ে তাদের উপর হামলা করেছিল। আসামী আব্দুল হাকিম অবৈধভাবে জোরপূর্বক তাদের জমি দখলে নেয়ার অপচেষ্টা করে আসছেন দীর্ঘদিন থেকে -এমনটি জানালেন অনিল চন্দ্র রায়। “আমরা আইনের প্রতি আস্খা রেখেই থানায় মামলা করেছি পুলিশ অবশ্যই আমাদেরকে সুবিচার পাইয়ে দিবেন,” জানালেন অনিল চন্দ্র রায়।
তার স্বামী অনিল চন্দ্র রায় একজন সহজ সরল কৃষক। তিনি বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় আব্দুল হাকিম ওরফে হাকি (৪৬) পিং মৃত ফয়েজ উদ্দিন তার স্ত্রী মাজেদা খাতুন (৩৮) ও তার মেয়ে হাছিনা বেগম (১৮) কে আসামী করে একটি মামলা করেন। মামলা নং ১৯ তাং ২০/০৩/২০১৬ ধারা ৪৪৭/৩২৩/৩২৬/৩০৭ ও ৩৭৯ দন্ডবিধি।
ঘটনার পর থেকে আসামীরা বাড়ী ছেড়ে পলাতক রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদ জানালেন পুলিশ আসামীদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন।
তথ্যসূত্র: এইবেলাডটকম/প্র.চ/এমআর, প্রকাশ: ১২:০১ pm ২৮-০৩-২০১৬
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন লালমনিরহাট সদরের উত্তর সাপ্টানা কোরবানটারী গ্রামের অর্চনা রানী (৩২)। কোদাল দিয়ে মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করা হয়েছে অর্চনাকে। সেই ক্ষত স্থানে ৪২টি সেলাই দেয়া হয়েছে। মাথা থেকে প্রচুর পরিমানে রক্তক্ষরনের কারনে অর্চনার অবস্থা দিনদিন শোচনীয় হচ্ছে। তাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক রংপুর মেডিকেল কলে হাসপাতালে স্থানান্তর করেন।
গেল ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে আহত অর্চনা রানী তাদের আলু ক্ষেত থেকে ১নং আসামী হাকি’র মেয়ে ৩ নং আসামী হাছিনা বেগমকে উঠে যেতে বলায় হাকি ও তার পরিবারের সবাই ক্ষিপ্ত হয়ে অর্চনা রানীর উপর হামলা চালায়। এসময় হাকির স্ত্রী মাজেদা ও মেয়ে হাছিনা অর্চনা রানীকে ঝাপটে ধরে আর হাকি থারাল কোদাল দিয়ে তার মাথায় কোপাতে থাকে। অর্চনা রানী জ্ঞান হারিয়ে ফেললে স্খানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।
অর্চনার স্বামী অনিল চন্দ্র রায় অভিযোগ করে বলেন জমি সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরেই আব্দুল হাকিম ওরফে হাকি পরিবারকে সাথে নিয়ে হত্যার উদ্দেশ্যে তার স্ত্রীর উপর এ হামলা চালায়। এর আগেও হাকি একাধিকবার তাদের উপর হামলা করেছিল। এমনকি হাকি’র বাবা ফয়েজ উদ্দিন থাকাকালীনও জমি নিয়ে তাদের উপর হামলা করেছিল। আসামী আব্দুল হাকিম অবৈধভাবে জোরপূর্বক তাদের জমি দখলে নেয়ার অপচেষ্টা করে আসছেন দীর্ঘদিন থেকে -এমনটি জানালেন অনিল চন্দ্র রায়। “আমরা আইনের প্রতি আস্খা রেখেই থানায় মামলা করেছি পুলিশ অবশ্যই আমাদেরকে সুবিচার পাইয়ে দিবেন,” জানালেন অনিল চন্দ্র রায়।
তার স্বামী অনিল চন্দ্র রায় একজন সহজ সরল কৃষক। তিনি বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় আব্দুল হাকিম ওরফে হাকি (৪৬) পিং মৃত ফয়েজ উদ্দিন তার স্ত্রী মাজেদা খাতুন (৩৮) ও তার মেয়ে হাছিনা বেগম (১৮) কে আসামী করে একটি মামলা করেন। মামলা নং ১৯ তাং ২০/০৩/২০১৬ ধারা ৪৪৭/৩২৩/৩২৬/৩০৭ ও ৩৭৯ দন্ডবিধি।
ঘটনার পর থেকে আসামীরা বাড়ী ছেড়ে পলাতক রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদ জানালেন পুলিশ আসামীদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন।
তথ্যসূত্র: এইবেলাডটকম/প্র.চ/এমআর, প্রকাশ: ১২:০১ pm ২৮-০৩-২০১৬
No comments
Post a Comment