রাদ্ধ অনুষ্ঠানে হামলা করে জমি দখলের চেষ্টা
নাগেশ্বরীতে সংখ্যালঘু পরিবারের শ্রাদ্ধ অনুষ্ঠানে হামলা করে জমি দখলের চেষ্টা করেছে একদল সন্ত্রাসী। পরে এলাকাবাসীর প্রতিরোধে পালিয়ে যায় তারা।
শনিবার সকালে নাগেশ্বরী পৌরসভার ভগিরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় ভয়ে আমন্ত্রিত অতিথিরা পালিয়ে যায়। এরপর ইব্রাহীম বাহিনী সুনিলকে ছেড়ে দিয়ে বাড়ির পার্শ্ববর্তী তার পৈত্রিক ৪৫ শতক জমি জোরপুর্বক দখল নিতে গেলে এলাকাবাসীরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়।

এ নিয়ে এলাকায় একাধিক শালিস বৈঠকে ইব্রাহীমকে সতর্ক করা হলেও তিনি তা কর্ণপাত করেননি।
এ বিষয়ে ইব্রাহীম আলীর সঙ্গে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আবু আককাছ আহম্মেদ বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর, প্র্রকাশকাল : ০৬ ফেব্রুয়ারি, ২০১৬
রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০১৬
রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০১৬
No comments
Post a Comment