বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া প্রসঙ্গে তারুন্যদীপ্ত লেখিকা ইলা মুসুদ্দী’র একটি লেখায় পড়েছিলাম-
বৌদ্ধ ধর্মে ভিক্ষুদের ধর্মীয় কোন অনুষ্টানে গেলে টাকা পয়সা দাবী করার অধিকার নেই। শুধুমাত্র দায়ক/দায়িকা (অর্থাৎ যাঁরা গৃহী তাদেরকে বৌদ্ধ ধর্মীয় মতে দায়ক/দায়িকা কিংবা উপাসক/উপাসিকা বলা হয়) যাহা দান দিবে তাহাই গ্রহণ করিতে পারিবে। এই কারণে কোন বৌদ্ধ ভিক্ষু অসুস্থ হলে ভিক্ষুদের মধ্যে উৎকন্ঠায় পড়িতে হয়। কারণ ভিক্
শ্রীমৎ শীলরক্ষিত মহাথের
ষুদের নিকট সঞ্চয়কৃত কোন টাকা থাকে না। দায়ক-দায়িকাদের জানাতে হয়। চাঁদার মত করে টাকা পয়সা জমিয়ে তবেই চিকিৎসার ব্যবস্থা করা যায়। এমতাবস্থায় অসুখটা বিলম্বিত হয়ে রোগী ভিক্ষু মৃত্যুমুখে পতিত হয়। এরকম অবস্থা হরহামেশাই হচ্ছে। বিশেষ করে যাঁরা গ্রামাঞ্চলে বাস করে তাঁদের অবস্থা তো আরও করুণ। তাই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিকট বিনীত আবেদন, বাংলাদেশী সকল বৌদ্ধ ভিক্ষুদের বিনামূল্যে চিকিৎসা করার জন্য প্রতিটা হাসপাতাল এবং ক্লিনিকে একটি অপশন রাখা দরকার, যাতে করে যে কোন সময়ে যে কোন অসুস্থ ভিক্ষু হাসপাতালে কিংবা ক্লিনিকে ভর্তি হলে বিনামূল্যে যেন সকল চিকিৎসা সেবা পায়।
ইহা শুধু লেখকের দাবী নয় সমগ্র বৌদ্ধ জনগোষ্ঠীর প্রানের দাবী ।
গত ৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে চট্রগ্রামের মির্জাপুলস্হ একুশে হাসপাতালে অসুস্হ হয়ে ৫ম তলা ৫০৪ বেডে ভর্তিকৃত পরম শ্রদ্ধেয় জোবরা সুগত বিহারে অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাথেরকে দেখতে যাই। সেখানে গিয়ে দেখা হলো শ্রদ্ধেয় মহাথের’র প্রিয় শিষ্য চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা,প্রাক্তন সভাপতি 'বেপারীপাড়া রত্নাংকুর বিহারে অধ্যক্ষ,ধর্ম্ম অালোকে'র সুকণ্ঠ ভদন্ত এল,অনুরুদ্ধ মহাথের,মহামন্ডল কল্যাণ সংস্হা বাংলাদেশ মহাসচিব বিপুল বড়ুয়া,MWO বাংলাদেশ এর আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মিলনজ্যোতি ভিক্ষু, সহ প্রচার সম্পাদক সাইমন বড়ুয়া সেতু,অসুস্হ মহাথের’র শিষ্য নিরোধানন্দ ভিক্ষু,অন্যতম সেবক পিন্টু বড়ুয়া ও ছোট বোন সুজাতা বড়ুয়া’র সাথে।
তিনি জুন ১৯৮৮ সাল হতে দীর্ঘ ২৬ বছর অধ্যক্ষ হিসাবে আছেন।শিষ্য ও পরম জ্ঞাতিস্বজনেরা ছুটে এসেছেন হাসপাতালে এবং চিকিৎসা সেবাসহ যাবতীয় সবকিছু তে দায়িত্ব পালন করতে দেখা গেছে শ্রদ্ধেয় মহাথের’র প্রিয় ভদন্ত এল,অনুরুদ্ধ মহাথের,শিষ্য নিরোধানন্দ ভিক্ষু,অন্যতম সেবক পিন্টু বড়ুয়া ও ছোট বোন সুজাতা বড়ুয়া’কে। জানা গেছে অসুস্হ শ্রদ্ধেয় মহাথের’র বর্তমানে ডাঃ চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া ও ডাঃ সুজিৎ পাল এর অধীনে চিকিৎসাধীন রহিয়াছেন।
অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাথের’র চিকিৎসার খোঁজ নিতে যোগাযোগ করুন নিম্মবনিত মোবাইল নম্বরে ০১৮১৮০৯৫৫১২(ভদন্ত এল,অনুরুদ্ধ মহাথের) ও ০১৮২৩৫২৬২৩১ (নিরোধানন্দ ভিক্ষু) ।
No comments
Post a Comment