মহামান্য সংঘরাজ অভয়তিষ্য মহাথের আগের চেয়ে অনেকটা সুস্থ


এক তথ্যে জানা যায়, মহামান্য সংঘরাজ পরম শ্রদ্ধেয় অভয়তিষ্য মহাথের মহোদয়ের বেশ কিছু দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করতেছেন। তিনি বর্তমানে চট্টগ্রামে বাহির সিগনেলস্থ নির্বাণ ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহারে শ্রীমৎ রত্নপ্রিয় ভিক্ষুর তত্ত্বাবধানে রয়েছেন। ‍নিম্নে তাঁর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত দেয়া গলঃ
১. নাম : শ্রীমৎ অভয়তিষ্য মহাথের । 
২. গৃহী নাম : বাবু আনন্দ মোহন চাকমা। 
৩. জন্ম তারিখ : ১৯৩৫ ইংরেজী। 
৪. পিতার নাম : বাবু আরব্য চাকমা। 
৫. মাতার নাম : শ্রীমতি সূর্যমূখী চাকমা। 
৬. ভাই-বোনের নাম : মোট চার ভাই পাঁচ বোন মধ্যে তিনি সবার বড়। 
৭. স্থায়ী ঠিকানা : গ্রাম : শুভলং জুরাছড়ি, উপজেলা : জুরাছড়ি, জেলা : রাঙ্গামাটি পার্বত্য জেলা। 
৮. সম্মাননা/ উপাধি প্রাপ্ত সাল ও তারিখ : ২০০৮ সালে ৬ ডিসেম্বর রাঙ্গামাটি রাজবিহারে উপসংঘরাজ পদে অধিষ্ঠিত হন এবং ২০১০ সালে “সংঘরাজ” পদে অভিষিক্ত হন। 
১০. কর্মজীবন বা অবদান : তিনি বর্তমানে শিজকমুখ সার্বজনীন বৌদ্ধ বিহার অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হয়ে সর্দ্ধম প্রচার করে যাচ্ছেন। 
১১. প্রবজ্যা ও উপসম্পদার বিবরণ : প্রবজ্যা : ১৯৫৬ ইংরেজী দীক্ষা গুরুর নাম : শ্রীমৎ প্রজ্ঞাসার মহাথের প্রবজ্যার স্থান : শুভলং ইন্দ্রমা ছড়া বৌদ্ধ বিহার উপসম্পদা গুরুর নাম : শ্রীমৎ উ. পান্ডিতা মহাথের উপসম্পদার তারিখ ও সাল : ১৯৫৮ ইংরেজী অক্টোবর মাসে। উপসম্পদা সীমার নাম : চিৎমরম বৌদ্ধ বিহারে উদকসীমায়।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.