“হিলচাদিগাং বৌদ্ধ বিহার” নানা প্রতিকুলতার মধ্য দিয়ে হাঁটি-হাঁটি পা-পা
করে আজ ৮(আট) বছর পুরিপূর্ণতা লাভ করেছে। এ উপলক্ষে আজ রোজ শুক্রবার ‘হিল
চাদিগাং বুড্ডিষ্ট ওয়েলফেয়ার সোসাইটির’ উদ্যোগে হিলচাদিগাং বৌদ্ধ বিহারে ৮ম
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে আম্বিয়া ভবন ছাদে সংঘদান ও
অষ্টপরিস্কার দানানুষ্ঠান ও ধর্ম দেশনার আয়োজন করা হয়েছে। এ মহতি পূণ্যানুষ্ঠা
নে
সভাপতিত্ব করেন শ্রীমৎ সাধনাজ্যোতি স্থবির, ধর্মদেশনা প্রদান করেন শ্রীমৎ
রত্নপ্রিয় স্থবির, শ্রীমৎ শীলজ্যোতি স্থবির। পঞ্চশীল প্রদান করেন শ্রিীমৎ
তিলোকো প্রিয় ভিক্ষু। এতে “হিলচাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ নুতুন
পরিচালনা কমিটি ও কঠিন চীবর দানের হিসাব ঘোষণা করেন। নতুন সভাপতি বাবু
আদর্শী চাকমা, সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার চাকমা হিসেবে নিবার্চিত করা
হয়। অনুষ্ঠানসুচী মধ্যে ছিল ভোর ০৫.৩০ মি: বিশ্বশান্তি কামনায় ত্রিপিটক
পাঠ। সকাল ০৬.০০ মি: ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল ০৬.৩০ মি: ভিক্ষু
সংঘের প্রাতঃরাশ। সকাল ০৯.০০ মি: পঞ্চশীল গ্রহন, সংঘদান, অষ্টপরিস্কার দান ও
ভিক্ষু সংঘের ধর্ম দেশনা। সকাল ১১.৩০ মি: উৎসর্গ, ভিক্ষু সংঘের দুপুরের
ভোজন ও উপাসক-উপাসিকাদের ভোজনের ব্যবস্থা করা হয়।
No comments
Post a Comment