ডঃ জিনবোধি ভিক্ষুকে অপমান করার দায়ে বাংলাদেশ বৌদ্ধ সমিতির বাবুগণের প্রতি চবি পালি বিভাগের ক্ষোভ প্রকাশ
গত পবিত্র আষাঢ়ী পূর্ণিমা তিথিতে বাংলাদেশ বৌদ্ধ সমিতি কর্তৃক চট্টগ্রাম
বৌদ্ধ বিহার নন্দনকানন এর নিচের নিব্বুতি বিহারে (বুড়া গোঁসাই মন্দির)তালা
দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের সিনিয়র প্রফেসর ডঃ জিনবোধি
ভিক্ষুকে অপমান করার দায়ে ক্ষোভ প্রকাশ করেছে চবি পালি বিভাগের বৌদ্ধ
শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের মতামত
চাওয়া হলে ছাত্রলীগের সংগঠক ও পালি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র শুভাগত
বড়ুয়া শুভ বলেন,"অধিসত্তর যদি বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত
রঞ্জন বড়ুয়া ও টার দলবল আমাদের স্যারের কাছে ক্ষমা না চায়, তাহলে আমরা
বৌদ্ধ সমিতির বিরুদ্ধে আন্দোলন করব এবং উপরস্থ মহলে বিচার দিতে বাধ্য হবো। এ
কলংকজনক ঘটনার প্রতিবাদে শুভাগত বড়ুয়া শুভর নেতৃত্ব গতকাল এক মিছিল বের
করা হয় এবং বৌদ্ধ সমিতিকে বন্ধের দাবিতে প্রতিবাদ জানানো হয়। মিছিলটি শেষ
হয় আইন অনুষদের সামনে গিয়ে।
উল্লেখ্য গত গত পবিত্র আষাঢ়ী পূর্ণিমা তিথিতে বাংলাদেশ বৌদ্ধ সমিতি কর্তৃক চট্টগ্রাম বৌদ্ধ বিহার নন্দনকানন এর নিচের নিব্বুতি বিহারে (বুড়া গোঁসাই মন্দির)তালা দেয়। ড. জিনবোধি ভিক্ষু তার ফেইসবুক প্রোফাইলে বৌদ্ধ সমিতির বিরুদ্ধে বুদ্ধ মন্দিরে তালা দেওয়ার অভিযোগ করে লিখেন।
পবিত্র আষাঢ়ী পূর্ণিমা দিবসে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে, বাংলাদেশ বৌদ্ধ সমিতির কর্মকর্তাদের কলঙ্কজনক কর্মকাণ্ড স্বরণাতীতকাল ধরে চট্টগ্রাম বৌদ্ধ বিহার নন্দনকানন এর নিচের নিব্বুতি বিহারে (বুড়া গোঁসাই মন্দির) ত্রৈমাসিক বর্ষাব্রত উপলক্ষে অসংখ্য উপাসক উপাসিকাগণ মনে করেন দেশের সমস্থ বৌদ্ধদের বিব্রতকর পরিস্থিরিত সম্মুখীন করছে বলে মনে করে। ভবিষ্যতে এই সব কাজ থেকে বিরত থেকে ধর্ম নিয়ে সামাজিক রাজনীতি বন্ধ করার অনুরোধ জানান সাধারণ ধর্মপ্রাণ উপাসক-উপাসিকারা।
তথ্যসূত্র: The Way of the Nirvana
উল্লেখ্য গত গত পবিত্র আষাঢ়ী পূর্ণিমা তিথিতে বাংলাদেশ বৌদ্ধ সমিতি কর্তৃক চট্টগ্রাম বৌদ্ধ বিহার নন্দনকানন এর নিচের নিব্বুতি বিহারে (বুড়া গোঁসাই মন্দির)তালা দেয়। ড. জিনবোধি ভিক্ষু তার ফেইসবুক প্রোফাইলে বৌদ্ধ সমিতির বিরুদ্ধে বুদ্ধ মন্দিরে তালা দেওয়ার অভিযোগ করে লিখেন।
পবিত্র আষাঢ়ী পূর্ণিমা দিবসে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে, বাংলাদেশ বৌদ্ধ সমিতির কর্মকর্তাদের কলঙ্কজনক কর্মকাণ্ড স্বরণাতীতকাল ধরে চট্টগ্রাম বৌদ্ধ বিহার নন্দনকানন এর নিচের নিব্বুতি বিহারে (বুড়া গোঁসাই মন্দির) ত্রৈমাসিক বর্ষাব্রত উপলক্ষে অসংখ্য উপাসক উপাসিকাগণ মনে করেন দেশের সমস্থ বৌদ্ধদের বিব্রতকর পরিস্থিরিত সম্মুখীন করছে বলে মনে করে। ভবিষ্যতে এই সব কাজ থেকে বিরত থেকে ধর্ম নিয়ে সামাজিক রাজনীতি বন্ধ করার অনুরোধ জানান সাধারণ ধর্মপ্রাণ উপাসক-উপাসিকারা।
তথ্যসূত্র: The Way of the Nirvana
No comments
Post a Comment