বুধবার রাঙামাটি সফরে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশ ও উন্নয়ন সংস্থার ১৫ সদস্যের রাষ্ট্রদূত ও কর্মকর্তাবৃন্দ:

ময় তারা স্থানীয় সরকার পরিষদ, প্রশাসন, ও সুশীল সমাজের নাগরিদের সাথে বৈঠকও করবেন। ঢাকাস্থ ইইউ ও ইউএনডিপি অফিস এই সফরের প্রধান আয়োজক।
দুই দিনের সফরে বুধবার রাঙামাটি যাচ্ছে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নভূক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, উপ রাষ্ট্রদূত, কাউন্সিলর এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি’র ঢাকা কার্যালয়ের সিনিয়র কর্মমর্তাবৃন্দের সমন্বয়ে ১৫ সদস্যের একটি বৃহৎ টিম। সফরকালে কূটনীতিক ও দাতা সংস্থার কর্মমর্তাগণ রাঙামাটিতে ইউএনডিপি ও ইউইউ’র সহায়তায় পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন। এস
প্রতিনিধি দলটি এরই মধ্যে চট্টগ্রাম পৌঁছেছে, আগামীকাল (১৩ই মে ২০১৫) তারা রাঙামাটি ঢুকবেন।এই সফরদলে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান পিয়েরে মায়োদান, ব্রিটেনের রাষ্ট্রদূত রবার্ট গিবসন, জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিন্জ, ইটালির রাষ্ট্রদূত মেরিয়ো পালমা, ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুজল এসকায়ার, এছাড়াও সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ড, স্পেন দূতাবাসের উপরাষ্ট্র দূত, কাউন্সিলবৃন্দ। উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে ইউরিরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি ও সিএইচটিডিএফ’র মিশন প্রধান ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ।রাষ্ট্রদূত ও কূটনীতিকদের থাকার জন্য ইতোমধ্যে রাঙামাটির পর্যটন মোটেল বুকিং করা হয়েছে।এছাড়াও তারা সাবরং ও পেদাটিংটিং রেস্টুরেন্টে খাবার গ্রহণ করবেন। সফরকালে তারা আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, কমিউনিটি পুলিশের সাথে বৈঠক করবেন, বরকল উপজেলার শুভলঙের একটি গ্রাম পরিদর্শন করবেন।
এছাড়াও রাঙামাটির সুশীল সমাজের একটি প্রতিনিধি দলের সাথেও কূটনীতিকদের বৈঠক করার কথা রয়েছে বলে প্রতিনিধি দলটির সফরসূচী থেকে জানা গেছে। এই সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন, নাগরিক কমিটির চেয়ারম্যান গৌতম দেওয়ান, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সদস্য নিরুপমা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি চৌধুরী, এনজিও হৈমন্তির প্রধান টুকু তালুকদার, পাহারা’র প্রধান মো. আলাউদ্দীন, এনজিও শামুকের প্রধান মোহাম্মদ আলী, এনজিও সাসের প্রধান ছবি চাকমা, ব্লাস্টের রাঙামাটি প্রদান জুয়েল চাকমা, রাঙামাটি কোর্টের প্রাইভেট প্রক্টিশনার ও উইমেন এক্টিভিস্ট এড. সুস্মিতা চাকমা, রাঙামাটি কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রফিক, সাবেক আঞ্চলিক পরিষদ সদস্য, রাঙামাটি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক প্রমূখ।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.