.JPG)
আজ দ্বিতীয় বারের মত রিসসো কোসেই কাই- বাংলাদেশ ত্রাণ বিতরণ করা হয়। এতে ক্ষতিগ্রস্থ ৫৫ পরিবারের জন্য ১০ কেজি করে চাল বিতরন। সংগঠনের প্রতিনিধি হিসেবে ছিলেন হিলচাদিগাং বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার ভিক্ষু ও কমলছড়ি অম্রকানন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত তিলোকাপ্রিয় ভিক্ষু, অটল চাকমা, মিন্টু চাকমা (প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়) নিবাস চাকমা (সাউদান বিশ্ববিদ্যালয়) , সুশীল চাকমা, অসীম চাকমা, পাফেল চাকমা ( চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) সুজন চাকমা, সুশান্ত চাকমা। এতে আরো স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতবছর ১৬ ডিসেম্বর নানিয়াচর উপজেলাধীন বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকায় পাহাড়িদের ৩টি গ্রামে সেটলারদের হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পাহাড়িদের অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক মানুষ ঘরবাড়ি হারা হয়ে বর্তমানে মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে।
No comments
Post a Comment