নানিয়াচর বগাছড়িতে আইবিসি ও রিসসো কোসেই কাই এর ত্রাণ বিতরণ
আজ ২৭ ফেব্রুয়ারী রাঙ্গামাটি জেলায় নানিয়াচর বগাছড়িতে সেটেলার কর্তৃক বাড়ীঘর পুড়িয়ে দেয়া পাহাড়ি পরিবার গুলোকে জাপান ভিত্তিক আন্তজার্তিক সংগঠন আইবিসি ও রিসসো কোসেই কাই-বাংলাদেশ এবং জাপান প্রবাসী পাহাড়ি ও সমতলীয় বৌদ্ধদের সৌজন্য নিত্যপ্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেন। এতে প্রতিনিধিত্ব করেন শ্রীমৎ সাধনাজ্যোতি ভিক্ষু, বাবু শিমুল বড়ুয়া, আশীষ চৌধুরী, সৌমেন বড়ুয়া, অনিমেষ বড়ুয়া, রানা কান্তি বড়ুয়া, সুবিমল চাকমা, কচি বড়ুয়া ও মানিক বড়ুয়া প্রমূখ। এতে স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দও উপস্থিত ছিলেন বৃন্দ।
উল্লেখ্য, গতবছর ১৬ ডিসেম্বর নানিয়াচর উপজেলাধীন বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকায় পাহাড়িদের ৩টি গ্রামে সেটলারদের হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পাহাড়িদের অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক মানুষ ঘরবাড়ি হারা হয়ে বর্তমানে মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে।
No comments
Post a Comment