সাদা মনের মানুষ তিলোকানন্দ মহাথেরোর চিকিৎসার্থে আলোচনা সভা।



আজ বিকাল তিন ঘটিকার সময় সিইপিজেড নিউমুড়িং মান্নান বিল্ডিং ছাদে চট্টগ্রাম মহানগর পাবর্ত্য ভিক্ষুসংঘের উদ্যোগে সাদা মনের মানুষ, উপসংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথেরোর চিকিৎসার্থে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন আগ্রাবাদ বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ মহাথেরো। এতে উপস্থিত ছিলেন মহানগরী হিলচাদিগাং বৌদ্ধ বিহার, বরগাং বৌদ্ধ বিহার, বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার, পাহাড়ি চাদিগাং বৌদ্ধ বিহারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।এতে বক্তব্য প্রদান করে হিলচাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সাধনাজ্যোতি স্থবির, বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ ভিক্ষু, হিলচাদিগাং বৌদ্ধ বিহারের সভাপতি বাবু অমিষ কান্তি দেওয়ান, বরগাং বৌদ্ধ বিহারের সম্পাদক বাবু দীপক চাকমা,  সহসাধারণ সম্পাদক বাবু হিমেল চাকমা, বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারের সহসাধারণ সম্পাদক বাবু উজ্জল চাকমা।আলোচনা সভায় সকলে সম্মতিক্রমে মহানগরী প্রত্যেক বিহার কমিটিকে উপসংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথেরোর চিকিৎসার্থে ২০ (বিশ) হাজার টাকা করে শ্রদ্ধাদান ধরা হয়। চট্টগ্রাম মৈত্রী বন বিহারের পক্ষে কোন প্রতিনিধি উপস্থিত না থাকলেও তাদেরকে ২০ হাজার টাকা শ্রদ্ধা ধরা হয়। অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন বরগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুগতলংকার ভিক্ষু মহোদয়।   

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.