দক্ষিণ হালিশহরে সুধী সমাবেশে মেয়র ।। ৩৯নং ওয়ার্ডে চার বছরে ১১ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৩৯নং ওয়ার্ডে গত চার বছরে ১১ কোটি টাকা ব্যয়ে ৬১টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ মনজুর আলম। তিনি বলেন, পুরোনো রাস্তা সংস্কার, ড্রেন নির্মাণ, সিসি রোড নির্মাণ, রিটেইনিং ওয়াল নির্মাণ, ডিব টিউবওয়েল স্থাপন ও মাটি উত্তোলন কাজে এ সকল অর্থ ব্যয় করা হয়েছে।

গত শুক্রবার দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা কথা বলেন। চসিকের মেয়র ও কাউন্সিলর নির্বাচনের ৪ বছর পূর্তি উপলক্ষে এ সুধী সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ৩৯নং ওয়ার্ডে ইপিজেড, নৌ-ঘাঁটি, ডক ইয়ার্ডসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে উল্লেখ করে মেয়র মনজুর আলম বলেন, ইপিজেড থেকে সিমেন্ট ক্রসিং রেলবিট পর্যন্ত সড়কের কাজে ৩ ধাপে ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে। রাস্তাটির কাজ শেষ হলে যানজট অনেকাংশে কমে যাবে।

মেয়র বলেন, এলাকাবাসীর স্বাস্থ্য সেবা’র স্বার্থে বন্দরটিলা সিটি কর্পোরেশন মাতৃসদন হাসপাতালকে আধুনিক করে মেরিস্টোপসকে পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। এ ওয়ার্ডে আলহাজ্ব নুরুল গণি মিয়া নগর স্বাস্থ্য কেন্দ্রেও চিকিৎসা সেবার সুযোগ রয়েছে। এ সময় তিনি চসিকের চিকিৎসা সেবা গ্রহণ করতে নগরবাসী’র প্রতি আহবান জানান।

মেয়র বলেন, প্রান্তিক, দরিদ্র, দুস্থ জনগোষ্ঠির কল্যাণে প্রতিবন্ধী ও ভিক্ষুক পুনর্বাসন, ভাসমান ভবঘুরে ও ছিন্নমূলদের রাত্রি যাপন করার জন্য তিনতলা আবাসন ভবন নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, পাহাড়ের ঝুকিপূর্ণ স্থানে বসবাসকারীদের পুনর্বাসনের লক্ষ্যে দীর্ঘমেয়াদী কিস্তিতে ১৬১টি পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়েছে। মেয়র আরো বলেন, কর্পোরেশন নগরীতে মসজিদ কেন্দ্রিক ফোরকানিয়া মাদ্রাসা, মসজিদ, এবাদতখানা, ঈদগাহ, কবরস্থান নির্মাণ করে পরিচালনা করছে। বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের জন্য মন্দির, শ্মশান, সংস্কৃত টোল প্রতিষ্ঠা ও পরিচালনা করছে। তিনি বলেন, সুপেয় বিশুদ্ধ পানির জন্য বিভিন্ন ওয়ার্ডে এ পর্যন্ত ১৯৩টি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেহনতি শ্রমিকদের সংবর্ধনা ও সম্মানী প্রদান, বিশেষ সুবিধাদি প্রদান ও মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার দায়িত্বও পালন করে যাচ্ছে। এ সময় তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন। দক্ষিণ হালিশহর ওয়ার্ড কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৩৯, ৪০ ও ৪১নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহানুর বেগম। বক্তব্য রাখেন ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ডা. নুরুল আবছার, রাজনৈতিক ব্যক্তিত্ব হারুন উর রশিদ, নুরুজ্জামান। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
 
সূত্র : দৈনিক আজাদী

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.