মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তিনিকেতন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি প্রতিবাদ
মধ্যম মাদার্শা
সার্বজনীন শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের প্রাক্তন অধ্যক্ষ বিদর্শনাচার্য
শ্রীমৎ নন্দবংশ থের এবং উনার অন্যতম শিষ্য মধ্যম মাদার্শা সার্বজনীন
শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের বর্তমান অধ্যক্ষ শ্রীমৎ সুপাল বংশ ভিক্ষু কে
নিয়ে যে অপপ্রচার ফেইসবুকের মাধ্যমে কে বা কারা কর্তৃক ছড়ানো হয়েছে তা
সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং মনগড়া। বৌদ্ধ ধর্ম প্রচারের নামে ওয়েব সাইটে
এই ধরনের অপপ্রচার যারা চালায় তারা সত্যিকার অর্থে বৌদ্ধ ধর্মের কলংক। আমরা
মধ্যম মাদার্শা গ্রামবাসী কোনো প্রকার
নিকায়ভেদ কিংবা সংঘ ভেদের সাথে অতীতেও জড়িত ছিলাম না, বর্তমানে ও নেই এবং
ভবিষ্যতেও থাকব না। শ্রীমৎ নন্দবংশ থেরর সাথে মাদার্শা গ্রামের ভিক্ষু,
শ্রমণ এমনকি কোনো উপাসক উপাসিকা দের সাথেও বিন্দুমাত্র বিরোধ নেই এমনকি
উনার অন্যতম শিষ্য শ্রীমৎ সুপাল বংশ ভিক্ষুর সাথেও নেই। যে বা যারা আমাদের
মাদার্শা গ্রামের নামে এই অপপ্রচার চালাচ্ছে তাদের প্রতি অামরা তীব্র ঘৃনা ও
নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে কেউ যদি এই ধরনের আর কোনো মিথ্যা অপপ্রচার
চালায় তাহলে তাদের বিরুেদ্ধ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর "তথ্য
প্রযুক্তি আইন" এর মাধ্যমে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব।
মধ্যম মাদার্শা গ্রামবাসীর পক্ষে -
তপন বড়ুয়া (হারুন)
সভাপতি
মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তিনিকেতন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি।
তপন বড়ুয়া (হারুন)
সভাপতি
মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তিনিকেতন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি।
No comments
Post a Comment