মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সিংহভাগই আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় মানবাধিকার কমিশন : চাই প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি শীর্ষক প্রতিবেদন ও অংশগ্রহণ এবং আলোচনা অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, ‘মানবাধিকার কমিশনে আসা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সিংহভাগই আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। তবে পুলিশ ও মানবাধিকার কমিশন কখনো মুখোমুখি নয়। একেক জনের প্রতিক্রিয়া একেক রকম হতে পারে।’আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
ড. মিজানুর রহমান বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনকারীকে যখন রাষ্ট্র বিচারের আওতায় আনে না, তখন সেই মানবাধিকার লঙ্ঘন রাষ্ট্রীয় মদদেই হয়ে থাকে। আসলে অপরাধীরও যে মানবাধিকার আছে তা অনেকেই মানতে পারি না বা জানি না।’
মানবাধিকার কমিশনের কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, ‘কেউ অভিযোগ করে আমাদের কাছ থেকে খালি হাতে ফিরে যায়নি। এখন আগের চেয়ে বেশি অভিযোগ আসছে আমাদের কাছে। তাই বলতে হবে জনগণের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। তবে আমরা সুপারিশমূলক প্রতিষ্ঠান। এর বাইরে তেমন কিছু করতে পারি না।’
তিনি বলেন, ‘মানবাধিকার প্রতিষ্ঠায় মানবাধিকার কমিশনই যথেষ্ঠ নয়, সুশীল সমাজ ও সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
সূত্র : বিডি ল নিউজ
’
No comments
Post a Comment