সংঘরাজ পূজ্য শীমত্‍ অভয় তিষ্য মহাস্থবির মহোদয়ের ঊনাশিতম জম্ম জয়ন্তী অনুষ্ঠান

পরম পূজনীয় ভিক্ষু সংঘ, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর পক্ষ থেকে সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই। অতীব আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২৬ ডিসেম্বর ২০১৪ খ্রিঃ শুক্রবার পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর পরম পূজ্য শীমত্‍ অভয় তিষ্য মহাস্থবির মহোদয়ের ঊনাশিতম জম্ম জয়ন্তী অনুষ্ঠান তাঁরই ৩৬ বছরের চারণ তীর্থ শিজক মূখ সার্বজনীন বৌদ্ধ বিহারে মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহামান্য সংঘরাজ মহোদয়ের জম্ম জয়ন্তী অনুষ্ঠানকে আরও অর্থবহ ও গৌরবদীপ্ত এবং ধর্মীয়ভাবে আন্তরিক মর্যাদাপূর্ণ করার লক্ষে ২৫ ডিসেম্বর ২০১৪ খ্রিঃ বূহস্পতিবার দুপুর ২ (দুই) ঘটিকায় সময় তথায় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর বার্ষিক মহাসম্মেলনে আহবান করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উল্লেখ্য যে, সংঘের এ মহাসম্মেলনে আগামী ৩ (তিন) বছরের জন্য ৩০ নভেম্বর এর মধ্যে সংঘ সদস্যদেরকে সংঘের প্রধান কার্যালয় রাংগামাটি আনন্দ বিহারে এসে বকেয়া সদস্য ফি পরিশোধ পূর্বক নিজ নিজ ID কার্ড সংগ্রহ করার জন্য সনির্বদ্ধ অনুরোধ জ্ঞাপন করা হল। যাঁরা এখনো ভর্তি ফরম পূর্ণ করেন নি, তাঁদেরকে ভর্তি ও নিবন্ধন ফরম পূর্ণ করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হল। অন্যথায়, তাঁরা ID কার্ড প্রাপ্তির কার্যক্রম থেকে বাদ পরবেন। বৈধ ID কার্ড না থাকলে কোন সংঘ সদস্যকে আয়োজিতব্য মহাসম্মেলনে উপস্থিত থাকলেও কার্যনির্বাহী পরিষদ গঠনের সময় ভোটাভোটিতে অংশ নিতে পারবেন না। সম্মানীত সংঘ সদস্যগণ বিষয়টি খুবই গুরুত্বসহকারে বিবেচনায় নিলে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের উন্নতি, সম্বৃদ্ধি ও শাসন সদ্ধর্ম সুস্থিতির ক্ষেত্রে পরম পরাকাষ্ঠা প্রদর্শন করা হবে বলে মনে করি।

নিবেদকঃ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো, সভাপতি, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ। ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরো, সাধারণ সম্পাদক, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ।

জরুরী বিজ্ঞপ্তি :  ১২।১১।২০১৪ ইং

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.