উসুই চিং মারমাকে বাচাঁতে এগিয়ে আসুন
উচুই চিং বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।।
বান্দরবান শহরের ক্যায়াং ভিটা এলাকায় তার পরিবার বসবাস করে। তার বাবা পেশায় লাকড়ি বিক্রেতা। গরীব বাবা-মার পক্ষে সন্তানের ব্যয়বহুল এই চিকিৎসার অর্থ যোগাড় করা সম্ভব নয়।তাই সমাজের বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন তারা।
গত ১৮দিন চিকিৎসা ব্যয় চালাতে খরচ হয়েছে লক্ষাধিক টাকা।
বান্দরবান সদর হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলো। বর্তমানে সে চট্টগ্রামের সেন্টার পয়েন্ট হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. মাহাতাব ইসলামের তত্ত্ববধানে চিকিৎসাধীন রয়েছে।
উসুই চিং মারমা এর মা আনাই মারমা বলেন, ‘অন্যের জায়গাই বসবাস করি, নিজের কোনো জায়গা নেই যে তা বিক্রি করে সন্তানকে সুস্থ করে তুলবো।’
চিকিৎসার জন্য সমাজের দানশীল ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের সহযোগিতা কামনা করেছেন উসুই চিং মারমার বাবা-মা।
সহযোগিতা পাঠানোর ঠিকানা
আনাই মারমা
কৃষি ব্যাংক, বান্দরবান শাখা
হিসাব নং-৬৬০২
1 comment
akti bkash numbber dile valo hoto ?
Post a Comment