ডিসেম্বরে ৬ দিন অন্ধকারে থাকছে পৃথিবী

 চলতি বছরের ডিসেম্বর মাসে ছয়দিন অন্ধকারের কবলে ঢাকা থাকবে পৃথিবী। ১৬-২২ডিসেম্বর পর্যন্ত সৌর ঝড়ের কারণে ধূলা ও হাজার হাজার গ্রহাণু সূর্যকে ৯০ শতাংশ আড়াল করে রাখবে বলে জানিয়েছে জনপ্রিয় ওয়েবসাইট হুজলার্স ডটকম। 

হুজলার্স জানায়, সৌর ঝড়ের কারণে এ দিনগুলোতে অন্তত তিনদিন সূর্য একেবারেই দেখা যাবে না। ওয়েবসাইটটি আরো জানায়, বিগত আড়াইশ’ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে বড় সৌর ঝড়, যার স্থায়িত্ব হবে মোট ২১৬ ঘণ্টা।

বিষয়টি নিয়ে বিশ্ববাসীর মধ্যে বেশ উদ্বেগের সৃষ্টি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা হলেও যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা এ খবরকে শুধুই গুজব বলে উড়িয়ে দিয়েছে।

নাসা এ সম্পর্কে বিশ্ব গণমাধ্যমকে জানিয়েছে, ওয়েবসাইটে কিংবা আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো তথ্য তারা আগে কখনো প্রকাশ করেনি। কেবল চাঞ্চল্য সৃষ্টির জন্য এ সংবাদটি প্রকাশ করেছে হুজলার্স।

মহাকাশ গবেষণার এ শীর্ষ প্রতিষ্ঠানটি জানায়, এ ধরনের ঘটনার কোনো পূর্বাভাস  তাদের কাছে নেই। বিশ্ববাসীকে আতঙ্কিত না হওয়ার জন্যও আহ্বান জানিয়েছে নাসা।
সূত্র : এমটিনিউজ২৪

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.