বৌদ্ধ বিহার সংঘ সম্পত্তি মতবিনিময় সভা ও এ নির্লজ্জ মিথ্যাচারের শেষ কোথায়” গ্রন্থের মোড়ক উন্মোচন

বৌদ্ধ বিহার সংঘ সম্পত্তি সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে গত শনিবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বৌদ্ধ বিহার মাত্রই সংঘ সম্পত্তি শীর্ষক মতবিনিময় সভায় বৌদ্ধ বিহার সংঘ সম্পত্তি সংরক্ষণ কমিটির সভাপতি শ্রীমৎ ড. জিনবোধি মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মপ্রিয় মহাথের মহোদয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ধর্মপ্রিয় মহাথের মহোদয় বৌদ্ধ বিহার যে, সংঘ সম্পত্তি সে বিষয়ে কারো সন্দেহ থাকা উচিত নয়। কারণ ইহা বুদ্ধবাণী। তাই বৌদ্ধ বিহারের প্রকৃত মালিক ও অধিকারী একমাত্র সংঘ। বৌদ্ধ বিহার কখনো দায়ক-দায়িকা অথবা সংঘের বাইরে কেউ মালিক হতে পারে না। তাই বৌদ্ধ বিহার মাত্রই সংঘ সম্পত্তি। সভাপতি  ড. জিনবোধি ভিক্ষু বলেন, বুদ্ধের শাসন সদ্ধর্ম রক্ষায় যাঁরা নাগরিক জীবন ত্যাগ করে অনাগরিক জীবনে দীক্ষিত হয়ে বৌদ্ধ সংঘে প্রবেশ করে তাঁদেরকে বৌদ্ধ ভিক্ষু সংঘ বলা হয়। আড়াই হাজার বছরের অধিক কাল ধরে পূজনীয় ভিক্ষু সংঘ বুদ্ধের শাসন সদ্ধর্ম রক্ষায় অবদান রেখে যাচ্ছে। বৌদ্ধ বিহার ভিক্ষু সংঘের আবাসস্থল  ।এ নির্লজ্জ মিথ্যাচারের শেষ কোথায় নামে গ্রন্থ মোড়ক উন্মোচন করা হয়।

উপস্থাপনিায় ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যাপক অর্থদর্শী বড়ুয়া।
আলোচনা করেন শ্রীমৎ জিনানন্দ মহাথের, মৈত্রীপ্রিয় মহাথের, শাসনশ্রী মহাথের, সাধনাজ্যোতি থের, বোধিমিত্র থের, এস লোকজিৎ থের, অধ্যাপক পরিতোষ বড়ুয়া, সংগঠনের সাধারণ সম্পাদক বোধিপাল বড়ুয়া  প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.