রংপুরে আদিবাসীদের জায়গা উদ্ধার নিয়ে সংঘর্ষে আহত ২০


রংপুরের বদরগঞ্জ উপজেলায় আদিবাসীদের জায়গা উদ্ধার নিয়ে সংঘর্ষে আদিবাসীসহ ২০জন নারী-পুরুষ আহত হয়েছেন । মঙ্গলবার বিকালে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের আদিবাসী পল্লীতে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, আদিবাসী পূর্ব পুরুষদের যাতায়াতের সরকারী মানচিত্র ভুক্ত একটি রাস্তা কতিপয় লোকজন দীর্ঘদিন ধরে দখল করে গাছ রোপন ও চাষাবাদ করে আসছিল। আদিবাসীরা উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা ভূমি অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন, তাদের পূর্ব পুরুষদের রেকর্ডকৃত রাস্তাটি দখল করে চাষাবাদ ও গাছ রোপন করেছেন ওই এলাকার মোকছেদুল হক জানটু সহ কতিপয় লোকজন।

ঘটনার দিন আদিবাসী ও এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়ে ওই রাস্তা উদ্ধার করার জন্য ডালি-কোদাল নিয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তায় মাটি কাটা শুরু করেন। এ সময় জমির মালিক দাবী কারী জানটু সহ তার লোকজন বাধা প্রদান করলে দু পক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়।

সংঘর্ষে আদিবাসী পানি মরমু, চরন মরমু, আরতি কেরকাটা, চান্দু, নাজমা, বাবুল, হবিবর, ফজলু, রহিম, জহিরন, শিল্পী, অহিদুল, ও মমিনুল গুরুতর আহত হয়ে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় দু পক্ষই থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করেছেন।

সূত্র : আদিবাসী নিউজ.কম

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.