মিরসরাইয়ে হামলা আতঙ্কে আদিবাসীরা ইউএনওর কাছে অভিযোগ
উপজেলার কয়লা বড়পাড়া এলাকার প্রায় ২০০ আদিবাসী ত্রিপুরা পরিবারের মধ্যে সন্ত্রাসী হামলার আতঙ্ক বিরাজ করছে। একের পর এক সন্ত্রাসী হামলা, তুচ্ছ ঘটনা নিয়ে আদিবাসীদের ওপর নির্যাতনের ঘটনায় এ আতঙ্ক দেখা দেয়। গত দুই বছরে বিভিন্নভাবে শতাধিক আদিবাসী নারী-পুরুষ শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। সোমবার স্থানীয় এক বাঙালি দুই আদিবাসী নারী-পুরুষকে পিটিয়ে গুরুতর আহত করেছে। হামলা থেকে পরিত্রাণ পেতে ও হামলাকারীদের শাস্তির দাবিতে মঙ্গলবার ইউএনও মুহম্মদ আশরাফ হোসেন বরাবর লিখিত অভিযোগ দিয়েছে আদিবাসীরা।
মিরসরাই নৃ-তাত্তি্বক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হরি ত্রিপুরা জানান, কয়লা বড়পাড়া গ্রামের বজলের রহমানের ছেলে জাকির আদিবাসীপাড়ায় ৪টি মুদি দোকান দিয়েছে। তার দোকান থেকে বাজার না করায় সোমবার পাকলাতী ত্রিপুরা ও রতন কুমার ত্রিপুরাকে পিটিয়ে আহত করে জাকির হোসেন। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ইউএনও মুহম্মদ আশরাফ হোসেন জানান, তিনি সরকারি কাজে চট্টগ্রাম শহরে একটি বৈঠকে আছেন। আদিবাসীদের একটি লিখিত অভিযোগ তার কার্যালয়ে জমা পড়েছে বলে জানিয়েছে অফিস সহকারী।
মিরসরাই নৃ-তাত্তি্বক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হরি ত্রিপুরা জানান, কয়লা বড়পাড়া গ্রামের বজলের রহমানের ছেলে জাকির আদিবাসীপাড়ায় ৪টি মুদি দোকান দিয়েছে। তার দোকান থেকে বাজার না করায় সোমবার পাকলাতী ত্রিপুরা ও রতন কুমার ত্রিপুরাকে পিটিয়ে আহত করে জাকির হোসেন। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ইউএনও মুহম্মদ আশরাফ হোসেন জানান, তিনি সরকারি কাজে চট্টগ্রাম শহরে একটি বৈঠকে আছেন। আদিবাসীদের একটি লিখিত অভিযোগ তার কার্যালয়ে জমা পড়েছে বলে জানিয়েছে অফিস সহকারী।
সূত্র : সমকাল অনলাইন
No comments
Post a Comment