রাঙামাটির দেওয়ানপাড়ায় এক আদিবাসী তরুণীর লাশ উদ্ধার

রাঙামাটির পর্যটন কর্পোরেশনের কমপ্লেক্স এলাকার শেষ প্রান্তে অবস্থিত দেওয়ানপাড়া এলাকায় টেক্সটাইলে কর্মরত এক আদিবাসী তরুণীর মৃতদেহ পাওয়া গেছে। নিহত ওই তরুণীর নাম বিদেশী চাকমা বিশাখা (৩০)। আজ ২০ আগস্ট বুধবার দুপুর এগারোটার দিকে নিজ বাড়ীর পাশেই কাপ্তাই হ্রদের পাড়ে তার মৃতদেহ পাওয়া যায়। সে শহরের বয়ন টেক্সটাইলে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতো।

নিহত বিশাখা’র মামা ধনা চাকমা এবং পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে,নিহত মেয়েটি বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলো। তাৎক্ষনিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেনি কেউই।

রাঙামাটির কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল ইমতিয়াজ জানিয়েছেন,আমরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর বলতে পারবো কিভাবে সে মারা গেছে।

সূত্র: পাহাড় টোয়েন্টিফোর ডট কম

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.