শ্রদ্ধেয় তিলোকানন্দ মহাথের এর ৭৭ তম জন্ম দিন
সম্মানিত সুধী, আগামী ২৮/০৮/২০১৪ ইং রোজ বৃহস্পতিবার বৃহত্তর পার্বত্য
চট্টগ্রামের পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ, সাদা মনের মানুষ, অনাথের নাথ,
পরম শ্রদ্ধেয় তিলোকানন্দ মহাথের এর ৭৭ তম জন্ম দিন উদযাপিত হতে যাচ্ছে,
উক্ত দিনে ভান্তের যারা ভক্ত, শিষ্য এবং শুভাকাঙ্ক্ষী আছেন তাদের এই দিনে
উপস্থিত থেকে অশেষ পুণ্যের ভাগীদার হওয়ার জন্য আহ্বান রইল। এবং এই মুহূর্তে যারা ভান্তের জন্ম দিন উদযাপনের জন্য শ্রদ্ধা দান দেননি, তারা যত তাড়াতাড়ি সম্ভব ২৩ শে আগস্টের মধ্যে শ্রদ্ধা দানের টাকা প্রেরণ করার জন্য আহ্বান করিতেছি।
বিঃদ্রঃ যারা এই মুহূর্তে শ্রদ্ধাদান দিতে চান তারা এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন। এবং এই নম্ববরে আপনারা যার যত মন চাই তা পাঠিয়ে দিতে পারেন।
যোগাযোগঃ শশী কিরন চাকমা
বিকাশ নম্বরঃ 01859356577(পার্সোনাল)

No comments
Post a Comment