গত ১০ জনু ২০১৪ইং রোজ মঙ্গলবার খাগড়াছড়ি সদরে আপার পেরাছড়া গ্রামে প্রয়াত মুকুল বরণ চাকমার সপ্তাহিক সংঘদান অনুষ্ঠিত হয়। এত সভাপতিত্ব করে শ্রীমৎ সত্যলংকার মহাথের, দেশনা প্রদান করেন শ্রীমৎ সুমনালংকার মহাথের, পরিচালক পার্বত্য বৌদ্ধ মিশন, কমলছড়ি, খাগড়াছড়ি, শ্রীমৎ সাধনাজ্যোতি ভিক্ষু, অধ্যক্ষ হিলচাদিগাং বৌদ্ধ বিহার, বন্দর, চট্টগ্রাম। পঞ্চশীল প্রার্থনা করেন বাবু সংশপ্ত চাকমা। প্রয়াত মকুল বরণ চাকমার জন্ম স্থান আপার বেতছড়ি,, তার পিতার নাম গোপেন্দ্র চাকমা, তিনি একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। তিনি গত ৩ জুন চট্টগ্রামে মেট্রো পলিটন হাসপাতালে লির্ভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫০ বছর।
No comments
Post a Comment