বেতছড়ি রিসসো কোসেই কাই সেন্টারের ভিত্তি প্রস্তর ভেঙ্গে দিয়েছে ও সাইন বোডটি খুলে নিয়েছে দুর্বৃত্তরা।



খাগড়াছড়ি সদর কমলছড়ি ইউনিয়নে বেতছড়ি মধ্য পাড়া গ্রামে বেতছড়ি রিসসো কোসেই কাই সেন্টারের ভিত্তি প্রস্তর কে বা কারা ভেঙ্গে দিয়েছে ও সাইন বোর্ডটি খুলে নিয়েছে। ঘটনাটি ঘটেছে ৮মে তারিখে। উক্ত দিনে খাগড়াছড়িতে প্রচুর বৃষ্টি পাত হয় সে সুযোগে এ কাজটি করা করেছে।

গত ১৯ এপ্রিল ২০১৪ইং বেতছড়ি রিসো কোসেই কাই সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপন করে রিসসো কোসেই কাই, বাংলাদেশ এর মিনিষ্টার দি রেভারেন মিটসুয়ুকি আরিতোমি।

ইতিপূর্বে ভূয়াছড়ি সাবজোনের সুবেদার মো : ফজলুল স্থানীয় মেম্বার শান্তিব্রত চাকমাকে ফোন করে ভিত্তি প্রস্তরের কাজ বন্ধ রাখতে বললে এবং বাঙ্গালি সেটেলা মোঃ করিম, মোঃ সুবহান জায়গাটা তাদেরবলে দাবী থানায় জিডি করেছে। এলাকাবাসীর অভিযোগ তারেই ভিত্তি প্রস্তরটি ভেঙ্গে দিযেছে ও সাইনবোর্ডটি খুলে নিয়েছে।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.