খাগড়[ছড়ি সদরে বেতছড়িতে ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে সেটেলার বাঙ্গালিরা
গত ৮মে খাগড়াছড়ি সদর কমলছড়ি ইউনিয়নে বেতছড়ি মধ্য পাড়া গ্রামে বেতছড়ি রিসসো কোসেই কাই সেন্টারের ভিত্তি
প্রস্তর ভেঙ্গে দিয়েছে ও সাইন বোর্ডটি খুলে নিয়েছে সেটেলার বাঙ্গালিরা ।
এর পর আবার উদ্দেশ্য প্রনোদিত ভাবে ১২ জনের বিরুদ্ধে ভূমি দখল অভিযোগে ৩টি
মামলা করেছে সেটেলার ভূমি দুস্যরা। সে ১২ জন হলো : ১, কীর্তিময় চাকমা
২. বীরবাহু চাকমা
৩. অনিকারঞ্জন চাকমা
৪. সত্যব্রত চাকমা
৫. সুনিলকান্তি চাকমা
৬. সুমতি চাকমা
৭. সোনাধন চাকমা
৮. সুন্দর মোহন চাকমা
৯, সন্তোষ চাকমা
১০.নভেল চাকমা
১১.মনোরঞ্জন দেওয়ান
১২. মিলন চাকমা বাপ দাদার আমল হতে ভোগ করে আসা জায়গায়
বেতছড়ি রিসসো কোসেই কাই সেন্টার স্থাপন করা । সেই রেশ
ধরে আজকে দুপুরে পুলিশসহ ১০/ ১২জন সেটেলার বাঙ্গালি আসে।
গত ১৯ এপ্রিল ২০১৪ইং বেতছড়ি রিসো কোসেই কাই সেন্টারের ভিত্তি প্রস্থর
স্থাপন করে রিসসো কোসেই কাই, বাংলাদেশ এর মিনিষ্টার দি রেভারেন মিটসুয়ুকি
আরিতোমি।
উল্লেখ্য ২৩ জানুয়ারী ২০১৩ সালে রিসসো কোসেই কাই বাংলাদেশ এর মিনিষ্টার মিষ্টার আরিতোমি সান (জাপানী) অত্র এলাকা পরিদর্শন করেন।। সে সময তিনি এই জায়গায় উক্ত সংগঠনের শাখায় প্রতিষ্ঠা করার জন্যে মত প্রকাশ করেন। এই সময় হতে তিনি এলাকার গরীব ১০ জন ছাত্র/ছাত্রীর বৃত্তি প্রদান করে আসতেছেন। যা আজ চালু রেখেছেন। তিনি আরো ৯ জানুয়ারী ২০১৪ সালে পরির্দশন করে জায়গা পরিষ্কার করে আসন্ন বর্ষা মৌসুমে ফলজ, বনজ চারা রোপন করার জন্যে নির্দেশ প্রদান করেন। গত ২৮ মার্চ স্থানীয় বৌদ্ধ জনসাধারণ স্বেচ্ছাশ্রমের দিয়ে জায়গাটি পরিস্কার করা হয়।
জায়গাটি বাপ দাদার আমল হতে ভোগ করে আসতে স্থানীয় পাহাড়িরা। তার নির্দশন স্বরুপ আম গাছ, কাঠাঁল গাছ, সেগুন গাছ ও প্রকাণ্ড বটবৃক্ষ রয়েছে।
উল্লেখ্য ২৩ জানুয়ারী ২০১৩ সালে রিসসো কোসেই কাই বাংলাদেশ এর মিনিষ্টার মিষ্টার আরিতোমি সান (জাপানী) অত্র এলাকা পরিদর্শন করেন।। সে সময তিনি এই জায়গায় উক্ত সংগঠনের শাখায় প্রতিষ্ঠা করার জন্যে মত প্রকাশ করেন। এই সময় হতে তিনি এলাকার গরীব ১০ জন ছাত্র/ছাত্রীর বৃত্তি প্রদান করে আসতেছেন। যা আজ চালু রেখেছেন। তিনি আরো ৯ জানুয়ারী ২০১৪ সালে পরির্দশন করে জায়গা পরিষ্কার করে আসন্ন বর্ষা মৌসুমে ফলজ, বনজ চারা রোপন করার জন্যে নির্দেশ প্রদান করেন। গত ২৮ মার্চ স্থানীয় বৌদ্ধ জনসাধারণ স্বেচ্ছাশ্রমের দিয়ে জায়গাটি পরিস্কার করা হয়।
জায়গাটি বাপ দাদার আমল হতে ভোগ করে আসতে স্থানীয় পাহাড়িরা। তার নির্দশন স্বরুপ আম গাছ, কাঠাঁল গাছ, সেগুন গাছ ও প্রকাণ্ড বটবৃক্ষ রয়েছে।
No comments
Post a Comment