হিলচাদগিাং বৌদ্ধ বিহারে শুভ বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান


        আজ ২৩ এপ্রিল ২০১৪ইং, ০৯ জ্যৈষ্ঠ ১৪২১বাংলা, ২৫৫৮ বুদ্ধাব্দ, রোজ শুক্রবার হিলচাদগিাং বৌদ্ধ বিহারের উদ্যোগে “পোর্টসিটি কমিউনিটি সেন্টারে” শুভ বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই দিনে তথাগত বুদ্ধ পৃথিবীতে আর্বিভূত, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণ লাভ করনে। সেই জন্য দিনটিকে ত্রি-স্মৃতি বিজরিত দিনও বলা হয়। 
           
             উক্ত অনুষ্ঠানে সভাপতত্বি করেন, শ্রীমৎ সত্যানন্দ মহাথের, সাবেক সাধারণ সম্পাদক, পার্বত্য ভিক্ষুসংঘ, বাংলাদেশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, সফররাজ কাদের রাসেল, ৩৯নং ওর্য়াড কমিশনার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু সাথী উদয় কুসুম বড়ুয়া, কেন্দ্রীয় আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম। বাবু রুবলে বড়ুয়া, উপদেষ্ঠা, হিলচাদিগাং বৌদ্ধ বিহার, সাধারণ সম্পাদক, বাংলাদশে জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম। 

           উদ্বোধনী ভাষণ প্রদান করেন শ্রীমৎ সাধনাজ্যোতি স্থবির অধ্যক্ষ, হিলচাদিগাং বৌদ্ধ বিহার। পঞ্চশীল প্রার্থনা করেন বাবু জুয়েল চাকমা, সহ-সভাপতি, হিলচাদিগাং বুড্ডস্টি ওয়লেফয়োর সোসাইটি। স্বাগত ভাষণ প্রদান করেন বাবু অমিষ কান্তি দেওয়ান, সভাপতি, হিলচাদিগাং বুড্ডস্টি ওয়লেফয়োর সোসাইটি। দেশনা প্রদান করেন, শ্রীমৎ উত্তমানন্দ স্থবির, অধ্যক্ষ, বারাবান্যা বৌদ্ধ বহিার, জুরাছড়ি, রাঙ্গামাটি। এতে “হিলচাদিগাং” (ধর্মীয় ও সামাজিক মুখপত্র) বুদ্ধপূর্ণিমা সংখ্যা মোড়গ উন্মোচন করা হয়। 

      উপস্থাপনায় ছিলেন মিস অর্পূবা চাকমা। মঙ্গালাচরণ করেন শ্রীমৎ জ্যোতিসার ভিক্ষু । এতে আরো বিভিন্ন বিহারে সম্মাণতি ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সুচীর মধ্যে রয়েছে বিশ্বশান্তি কমানায় ত্রিপিটক পাঠ, ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, সংঘদান, ও ভিক্ষুসংঘের ভোজন।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.