তিথিকে বাঁচাতে এগিয়ে আসুন

তিথি চাকমা গত ৫/৬ ধরে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন আছে। হাসপাতালের ডাঃ দের কথা মতে, সে ব্রেইন ইনফেকশন এবং নিউমোনিয়ার আক্রান্ত এবং দীর্ঘদিন চিকিৎসার প্রয়োজন। প্রথমে চট্টগ্রাম শহরে GEC মোড়ে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎধীন ছিলো। অতি ব্য্যবহুল হওয়ায় মা ও শিশু হাসপাতালে (আগ্রাবাদ) স্থানান্তর করা হয়। বর্তমানে মা ও শিশু হাসপাতালে ICU তে লাইফ সাপোর্ট নিয়ে বেঁচে আছে। ICU, ভেন্টিলেটর সাপোর্ট  এবং ডাক্তারের খরচ সহ প্রতিদিন গড়ে ২০ হাজার টাকার উপরে খরচ হচ্ছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে আর্থিক টানাটানি সত্তেও এ যাবৎ প্রায় ৬/৭ লক্ষ টাকা খরচ হয়ে গেছে।  

রোগীর নাম তিথি চাকমা। সে দীঘিনালা কলেজে ডিগ্রী পড়ুয়া ছাত্রী। পিতার নামঃ তরুন কান্তি চাকমা, মাতার নামঃ মমতা চাকমা। বাবা একজন কৃষক। গ্রামঃ দিঘীনালা উপজেলায় উঃ পুকুর ঘাট গ্রামে। নিজের অতি আদরের মেয়ে চিকিৎসার খরচ যোগাতে গরিব তিথির বাবা অত্যান্ত অসহায় হয়ে পড়েছে। 
 
আমরা কত টাকা কতভাবে অপচয় করে থাকি। অন্তঃত সে অংশ থেকে কিছু সাহায্য করলে একটি মানুষ পৃথিবী উপভোগ করার সুযোগ পাবে। মুখে হাঁসি ফুটবে একটি বাবার এবং একটি মমতাময়ী মার।
মহৎ ব্যক্তিদের কাছে আকুল আবেদন একজন বোনকে সবাই বাঁচাতে এগিয়ে আসুন। একটি কথা আছে,

আপনার- আমার সামান্য সহায়তা বৃহৎআকার ধারন করে একটি জীবন বাঁচানো সম্ভব।

আর্থিক সহায়তার জন্যঃ
--------------------------------------
 ব্যাংক একাউন্ট 
Payee Mane:  Jagat Jyoti Chakma (তিথির কাকা)
Account No:  141.101.233812
Duch Bangla Bank Ltd (DBBL)
Comilla Branch, , Comilla.

বিকাশ (Personal ):  01723-736751  (তিথির ভাই- প্রিভেল চাকমা-)

দেশের বাইরে যারা আছেন "Jagat Jyoti Chakma" নামে Western Union এ আর্থিক সহায়তা পাঠাতে পারেন।

বিস্তারির জানতে ফোন করতে পারেনঃ  01556-588952 (তিথির বাবা)

দয়াকরে পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন ।  

ছবি নেওয়া হয়েছে : https://www.facebook.com/rain.reni প্রোফাইল থেকে।

বিদ্রঃ  মোবাইল ফোনে তিথির নিকতাত্বীয় থেকে তথ্য নেওয়ায় কলেজের নাম এবং তিথির ভাইয়ের নাম ভূল তথ্য দেওয়া হয়েছিলো। এ জন্য আন্তরিকভাবে দুঃখিত।

আর্থিক সাহায্য পাঠানোর জন্য প্রথমে যে একাউন্টটি পাঠানোর জন্য সে একাউন্টটি সমস্যা হওয়ার নতুন একাউন্ট নম্বর দেওয়া হলো।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.