গত কাল মিস নিসু চাকমার জন্ম দিন। তার পিতার নাম বাবু জয়েস চাকমা, মাতার নাম মিসেস নিলা চাকমা। গ্রাম: করাঙ্গাতলী, মারিশ্য। বর্তমানে চট্ট্রগ্রাম ইপিজেড, ব্যারিষ্টার কলেজ রোড, করিব ম্যানসন থাকে। সে পিতামাতার একমাত্র কন্যা। সে বাংলাদেশ নৌবাহিনী স্কুলে পঞ্চম শ্রনীতে পড়ে। সকলে নিকট আর্শীবাদ প্রার্থী।
No comments
Post a Comment