একনজরে মহান নেতা মানবেন্দ্র নারায়ন লারমার ছাত্র ও কর্ম জীবনী :
জন্মস্থান : বুড়িঘাট মৌজা, নানিয়ারচর উপজেলা, রাঙ্গামাটি
শিক্ষাজীবন :
প্রাথমিক শিক্ষা : Mahapuram Junior High School
মাধ্যমিক : 1958 ইং , Rangamati Government High School
উচ্চ মাধ্যমিক : 1960 ইং , Chittagong Government College
ডিগ্রী : 1965 ইং , Chittagong Government College
বি.এড : 1968 ইং
এল.এল.বি (LLB): 1969 ইং
কর্ম জীবন :
১৯৬৬ ইং - দীঘিনালা হাই স্কুলে সহকারী শিক্ষক হিসাবে যোগদান ।
১৯৬৮ ইং - চিটাগাং রেলওয়ে কলোনী হাই স্কুলে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব পালন ।
১৯৬৯ ইং:- চিটাগাং বার এসোশিয়েশনে যোগদান ।
রাজনৈতিক জীবন :
১৯৫৬ ইং :- ছাত্র রাজনীতির হাত ধরে রাজনৈতিক জীবন শুরু
১৯৫৭ ইং :- প্রথম জুম্ম ছাত্র কনফারেন্স আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন ।
১৯৫৮ ইং :- পূর্ব পাকিস্থান ছাত্র ইউনিয়নে যোগ দেন ।
১৯৬০ ইং :- গনতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে যোগ দেন ।পাহাড়ী (জুম্ম) ছাত্র সমিতিতে নেতৃত্বদানকারী ভূমিকা পালন করেন এবং কাপ্তাই বাধঁ তৈরীর বিরুদ্ধে প্রতিবাদ সংঘটিত করেন ।
১৯৬২ ইং :- পাহাড়ী (জুম্ম) ছাত্র সমিতির সম্মলনের একজন অন্যতম সংগঠক হিসাবে ভূমিকা পালন করেন ।
১৯৬৩ ইং :- কাপ্তাই বাঁধ এর বিরুদ্ধে প্রতিবাদ সংঘটিত করার কারনে ১০ই ফেব্রুয়ারীতে গ্রেপ্তার হন ।
১৯৬৫ ইং :- ৮ই মার্চ শর্তসাপেক্ষে মুক্তি পান ।
১৯৬৯ ইং :- ইলেকশান অরগেনাইজিং কমিটি গঠন করেন ।
১৯৭০ ইং :- প্রবিশন্যাল অ্যাসেম্বলির সদস্য Member of Provisional Assembly (MPA) হিসাবে নির্বাচনে জয়লাভ করেন ।
১৯৭২ ইং :- ১৫ই ফেব্রুয়ারী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমানের কাছে ৪-দফা দাবী নামা(regional autonomy with separate legislature for CHT) পেশ করেন । পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (PCJSS)গঠন করেন এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন ।
১৯৭৩ ইং :- ৩১শে অক্টোবর, বাংলাদেশের সংবিধানে ৬ নং ধারা (যেখানে বাংলাদেশের সকল নাগরিককে বাঙালী হিসাবে গন্য করা হইবে বলিয়া উল্লেখ করা হয়) সংযোজনের প্রতিবাদ করে গনপরিষদের সেশান ওয়াক আউট করেন ।
১৯৭৩ ইং :- ৭ই মার্চ, জাতীয় নির্বাচনে সাংসদ Member of Parliament (MP) হিসাবে জয়লাভ করেন ।
১৯৭৪ ইং :- লন্ডনে কমনওয়েল্থ সম্মেলনে সংসদীয় প্রতিনিধি হিসাবে যোগদান করেন । শেখ মুজিবর রহমানের প্রতিশ্রুতিতে এবং গনতান্ত্রিক আন্দোলন জারী রাখার লক্ষে বাকশালে যোগদান করেন ।
১৯৭৫ ইং:- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (PCJSS)এর দ্বায়িত্বভার গ্রহণ করেন । ১৫ই আগস্ট, এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শেখমুজিবর রহমানের মৃত্যু হলে ১৬ই আগষ্ট, সামরিক শাসন জারি হয় এবং এমএন লারমা আন্ডারগ্রাউন্ডে চলে যান ।
১৯৭৭ ইং :- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (PCJSS)এর ২য় কনফারেন্সে সভাপতি হিসাবে পূণ নির্বাচিত হন ।
১৯৮২ ইং :- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (PCJSS)এর ৩য় কনফারেন্সে সভাপতি হিসাবে পূণ নির্বাচিত হন ।
১৯৮৩ ইং :- ১০ই নভেম্বর খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাধীন খেদারাছড়ামূখ-এ বিভেদ পন্থী কুচক্রীদের দ্বারা নির্মম ভাবে খুন হন । মাত্র ৪৪ বছর বয়সে জুম্মজনগনের এই অবিসংবাদিত নেতার মৃত্যু হয় এবং জুম্মজনগনের জাতীয় জীবনের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় রচিত হয় । জুম্মজনগন হারিয়ে ফেলে এক মুক্তিপাগল বীর সৈনিক ও অবিসংবাদিত নেতাকে ।
No comments
Post a Comment