ব্রেইন টিউমারে আক্রান্ত ক্যচিং মং মারমা জন্য মানবিক সাহায্যের আবেদন

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অনাথালয়ের আবাসিক ছাত্র ব্রেইন টিউমারে আক্রান্ত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষে অধ্যয়নরত ক্যচিং মং মারমা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরোসার্জারী বিভাগে ডা. কনক কান্তি বড়ুয়ার অধীনে চিকিৎসাধীন আছে।আগামী বৃহস্পতিবার (৩রা অক্টোবর ২০১৩) অপারেশনের জন্য সম্ভাব্য তারিখ ধার্য্য হয়েছে। সবার আর্শীবাদে তার চিকিৎসার জন্য ইতিমধ্যে বিভিন্নজনের কাছ থেকে এখন পর্যন্ত ১ লক্ষ ৮০ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। তার চিকিৎসার জন্য আরও প্রায় ২ লক্ষ টাকার প্রয়োজন। তাই সকলের প্রতি বিনীত আবেদন, আপনাদের সকলের সামর্থ অনুযায়ী যতটুকু সম্ভব কিছু অর্থ দান দিয়ে তার আরোগ্য কামনা করে, নিজে দানের হেতু পূণ্য সঞ্চয় করুন।
যোগাযোগঃ
ক্যজাইপ্রু রোয়াজা, হিসাব নং-১০০১১৯৮২৪, সোনালী ব্যাংক লিমিটেড। রাঙ্গামাটি শাখা, নিউ কোর্ট বিল্ডিং, রাঙ্গামাটি।
ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে জরুরী ভিত্তিতে যোগাযোগঃ
ধর্মরাজিক বুক সেন্টার- তুষার বড়ুয়া
ক্যচিং মং মারমা (বাবা)-০১৫৫৩৭৫৯২৬৮
প্রজ্ঞাবোধি শ্রমণ-০১৮৩৭৫৩৬৩৫৭
রূপক বড়ুয়া-০১৮১৪৩১৮১৫৮
নিলু বড়ুয়া- ০১৮৩৩৭০২৯৮০
বিকাশ করুন (ব্যাক্তিগত নম্বর)-০১৮৩৭৫৩৬৩৫৭

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.