করোনাভাইরাস: বাংলাদেশে সামাজিক দূরত্ব প্রয়োগ করতে পুলিশের লাঠিপেটায় ক্ষোভ, কিন্তু পুলিশ বলছে এগুলো 'বিচ্ছিন্ন ঘটনা'
পুলিশ কী বলছে?
বাংলাদেশ পুলিশের এআইজি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন কর্মকর্তা সোহেল রানা বলছিলেন, বল প্রয়োগের ঘটনা বিচ্ছিন্ন ভাবে হয়ে থাকতে পারে। তবে তিনি বলে পুলিশ সেটা ''একেবারেই প্রশ্রয় দিচ্ছে না।''''সারাদেশে মাঠ পর্যায়ে যেসব পুলিশ সদস্য কাজ করছেন তাদের কঠোর নির্দেশ দেয়া হচ্ছে , যাতে করে সম্মানিত নাগরিকদের সাথে বিনয়ের সাথে, পেশাদার আচরণ করা হয়, তাদেরকে বোঝানো হয় করোনাভাইরাসের পরিস্থিতি এবং সচেতনতা সম্পর্কে, '' মি. রানা বিবিসিকে বলেন।"তারপরেও পুলিশের কোন কোন সদস্যের দ্বারা এই ঘটনা ঘটেছে। আমরা ঐসব এলাকার ইউনিট কমান্ডারদের বলেছি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে, '' তিনি বলেন।তবে সোহেল রানা বলেন যে, পুলিশের ''দুই একজন সদস্যের এ'ধরণের আচরণ বাংলাদেশ পুলিশকে প্রতিনিধিত্ব করে না।''পুলিশ বলছে দেশের এই জরুরী পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে। এবং সরকারের দেয়া নির্দেশ মেনে চলতে হবে।জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন , এবং যেগুলো সরকারের নির্দেশের আওতামুক্ত তাদের ব্যাপারে পুলিশ সদস্যরা বাংলাদেশ পুলিশের দেয়া নির্দেশনা মেনে চলছেন। এবং এতে করে কোন নাগরিকের সমস্য হওয়ার কথা না বলে জানাচ্ছে সংস্থাটি।
তথ্যসূত্র : ফারহানা পারভীন, বিবিসি বাংলা, ঢাকা, ২৭ মার্চ ২০২০
No comments
Post a Comment