রাঙামাটিতে বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে পাবর্ত্য ভিক্ষুসংঘের উদ্যোগে মানব বন্ধন


প্রবীণ বৌদ্ধ ভিক্ষু অমৃমনন্দ ভিক্ষুকে সুপরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচার চেয়ে অপরাধীদের তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবিতে পার্বত্য ভিক্ষুসংঘের আয়োজনে রাঙ্গামাটিতে শান্তিপূর্ণ বুদ্ধের অহিংসার  পখ অনুসরণ করে মানববন্ধন করা হয়।মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারক লিপি পেশ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যকরি কমিটির সাধারন সম্পাদক ভদন্ত শুভদর্শী মহাথের, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর যুঘ্ন সম্পাদক ভদন্ত সুগত লংকার থের, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক লোকমিত্র থেরসহ অন্যান্য প্রমূখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি শ্রদ্ধালংকার মহাথের।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা শান্তি চাই, আমরা হানাহানি মারামারি চাই না, অশান্তি অরাজকতা চাই না। বুদ্ধের অহিংসা মৈত্রী রবাণী লালন পালন করতে চাই।
তবুও সাম্য, সৌম্য, মৈত্রী অহিংসার প্রতীক নিরপরাধ বৌদ্ধ ভিক্ষুদের উপর হামলা করা হবে কেন? বৌদ্ধ ভিক্ষুদের বিভিন্নভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি, তুচ্ছতাচ্ছিল্য করা হবে কেন? আমরা বৌদ্ধ ভিক্ষুরা নিরাপত্তা চাই।

উল্লেখ্য যে, বিগত ২৫ আগষ্ট কুমিল্লার গোমতী সেতুর নিচ থেকে শুদ্ধ বিকাশ চাকমা ওরফে অমৃত নন্দ (৭৪) নামে এক বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুদ্ধ বিকাশ চাকমা খাগড়াছড়ি জেলা সদর উপজেলার বিচিতলা গ্রামের ভারত চন্দ্র চাকমার ছেলে।  সে ২৪ আগস্ট সকাল ৯ টার দিকে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে এসে অবস্থান করেন। বিকাল বেলা ৪টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দিয়েছিল। মানববন্ধনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি অশোক বড়ুয়া দেয়া এমন মন্তব্যকে কড়া সমালোচনা করা হয়। অশোক বড়ুয়া কি করে জানলেন? তিনি কি তদন্ত করেছেন যে ব্রীজ থেকে পড়ে ভিক্ষুর মৃত্যু হয়েছে? উক্ত মানববন্ধনে বৌদ্ধ ভিক্ষুদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ এবং প্রবীণ বৌদ্ধ ভিক্ষু হত্যাকারীদের তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য জোর দাবি জানানো হয়। সেই সাথে সকল বৌদ্ধ ধর্মাবলম্বী ছাত্র সমাজ, সুশীল সমাজ বৌদ্ধ নেতৃত্ববৃন্দ একত্ততা ঘোষণা করেন।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.