ভারতে মুহুর্মুহু হামলা পাকিস্তানের, নিহত ৩
ভারতের বিভিন্ন সেনা ছাউনিতে মুহুর্মুহু হামলা চালিয়েছে পাকিস্তানি
সেনারা। এতে অন্তত তিন ভারতীয় নিহত হয়েছে। এছাড়া তিনটি সেনা ছাউনি
ক্ষতিগ্রস্থ হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গভীর রাতে সীমান্তের একাধিক জায়গায় ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে মর্টার শেল নিক্ষেপ করে পাকিস্তানি সেনারা।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সীমান্তে এ হামলার ঘটনা ঘটেছে। এরপরেই সীমান্তে দুই দেশের মধ্যে গোলাগুলিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে, মঙ্গলবার সারাদিন গোলাগুলিতে দুই পক্ষের তিন সেনার প্রাণহানি হয়। গত রোববারও পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে দশ দিনের এক শিশু নিহত হয় এবং একই ঘটনায় আহত হয় আরও দু’জন।
somoynews.tv আপডেট ৩১-০৭-২০১৯, ১৮:৩২
No comments
Post a Comment