রাঙামাটির খেদারমারাতে কাপ্তাই হ্রদ থেকে সুইটি চাকমা নামের এক মৃত লাশ উদ্ধার

আজ রোববার (১৭ই জুন) সকালে আনুমানিক ৬ টার দিকে রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার খেদারমারার কাপ্তাই হ্রদে মৃত অবস্থায় এক যুবতী মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। মেয়েটির নাম ছিলো সুইটি চাকমা (১৭)। আজ সকালে খেদারমারার জমির মাঠের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে এলাকাবাসী।

বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের উত্তর হিরাচর গ্রামের প্রাক্তন মহিলা মেম্বার মঙ্গল শোভা চাকমা ও পুতুল বিকাশ চাকমার বড় মেয়ে সুইটি চাকমা।
এ বিষয়ে ড. মঙ্গল প্রদীপ চাকমা(হোমিও) জানান, আজ সকালের দিকে সুইটি চাকমার মৃত দেহ উদ্ধার করেছে এলাকাবাসী। বড়ই আদরের মেয়ে।এলাকাতে তাকে সকলে ভালবাসতো। দুই দিনের পরে তার লাশ খুঁজে পাওয়া গেছে।
উল্লেখ্য যে, গত রোববার থেকে সারাদেশের ন্যায় রাঙামাটিতে শুরু হয় প্রবল বর্ষণ। প্রবল বর্ষণের কারনে রাঙামাটির নানিয়ারচরে ১১ জন নিহত হয়। ক্ষতিগ্রস্ত হয় হাজারো পরিবার। আর সেই প্রবল বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে এবং নিম্নচাপে পরিনত হলে ১৫ই জুন প্রবল বর্ষণেরর ঝড়োহাওয়ায় খেদারমারা জমির মাঠের পানিতে নৌকা ডুবে নিখোঁজ হন সুইটি চাকমা।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.