দেশ-বিদেশের মানবপ্রেমীরা সেতুর পাশে

আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন প্রবাসীরাও সেতুর পাশে দাড়াতে চাচ্ছেন- বরকল উপজেলা থেকে মালয়েশিয়া প্রবাসী রতœদ্বীপ চাকমা সেতুর জন্য টাকা পাঠিয়েছেন। এছাড়া ফ্রান্স প্রবাসী বিজয় চাকমাও আমাদের জন্য সংবাদ পাঠিয়েছেন যে, তারা সেখানে সেতুর জন্য টাকা উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছেন। খুব শীঘ্রই তারা টাকা পাঠাতে পারবেন।
মানব দরদী একজন মানুষ
Mehejabin Alam শান্তিময় চাকমার মাধ্যমে সেতুর জন্য ২৫০০/- (দুই হাজার
পাঁচশত) টাকা বিকাশে পাঠিয়েছেন। শান্তিময় চাকমাও একজন মানবসেবার
অগ্রসৈনিক। বরকল এলাকাবাসী ও বরকল বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে
৩২০০/- (তিন হাজার দুইশত)টাকা, আইমাছড়া এলাকাবাসী ও বৌদ্ধ বিহার থেকে
৭০০/-(সাতশত ) টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক বনরূপা বাজারের স্বর্ণ দোকানী-
১০০/- (একশত) টাকা, বালুখালী ইউনিয়ন পরিষদের সচিব প্রকাশ দে ৫০০/- (পাঁচশ)
টাকা, ভ
আজ
দুপুরে তাদের অফিসে গিয়ে রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
-সদস্যবৃন্দ- এবং বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দকে
সেতুর চিকিৎসার জন্য যতটা সম্ভব আর্থিক সহয়োগিতা দিয়ে পাশে থাকার অনুরোধ
করেছিলাম। তারা আশ্বাস দিয়েছেন যা পারেন দিবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ
জানাচ্ছি।
সেতুর পাশে থাকুন -একটি শিশুর জীবন বাঁচান, ছেলের জীবন দান করে দুঃখিনী মায়ের মুখে হাঁসি ফোটাতে এগিয়ে আসুন।
মানবতার জয় হোক
সেতুর জন্য আর্থিক সহায়তা পাঠাতে বিকাশ করুন-
ভুবন বিজয় চাকমা- ০১৬৯০১০৭১৪৮
বিহারী চাকমা - ০১৮২৮৮৬২০৬২
(Bihari Chakma দাদার টাইম লাইন হতে)
সেতুর পাশে থাকুন -একটি শিশুর জীবন বাঁচান, ছেলের জীবন দান করে দুঃখিনী মায়ের মুখে হাঁসি ফোটাতে এগিয়ে আসুন।
মানবতার জয় হোক
সেতুর জন্য আর্থিক সহায়তা পাঠাতে বিকাশ করুন-
ভুবন বিজয় চাকমা- ০১৬৯০১০৭১৪৮
বিহারী চাকমা - ০১৮২৮৮৬২০৬২
(Bihari Chakma দাদার টাইম লাইন হতে)
No comments
Post a Comment