আলুটিলায় পুলিশ সদস্যের চাঁদাবাজি, সেনাদের গুলি
খাগড়াছড়ির আলুটিলায় কর্তব্যরত এক পুলিশ সদস্যের চাঁদাবাজির ঘটনায়
সেনাবাহিনী গুলিবর্ষণ করে ওই পুলিশ সদস্যকে আটক করার খবর পাওয়া গেছে। তবে
পুলিশ সদস্যকে আটক করা হলেও মারধর করার পর ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে গত ৩০ মার্চ ২০১৭ রাত আনুমানিক ৮টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সেনাবাহিনীর একটি দল তিন ভাগে বিভক্ত
হয়ে আলুটিলার দিকে রওনা হয়। প্রথমে একটি কলাভর্তি গাড়িতে একজন সেনা সদস্য
উঠে। এর পেছনে মহেন্দ্র গাড়ি যোগে কয়েকজন ও নিজেদের পিকআপে করে আরেকদল সেনা
সদস্য পরপর আলুটিলার দিকে যায়। এ সময় আলুটিলা পুনর্বাসন এলাকায় পুলিশ
পোষ্টে কর্তব্যরত এক পুলিশ সদস্য চাঁদা আদায়ের জন্য কলাভর্তি গাড়িটি আটকায়
এবং চাঁদা দাবি করতে থাকলে পিছনে থাকা সেনা সদস্যরা তৎক্ষণাত বেশ কয়েক
রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে সেনারা চাঁদা আদায়কারী ওই পুলিশ সদস্যকে আটক
করে মারধর করার পর ছেড়ে দেয় বলে জানা গেছে।
উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আলুটিলায় কর্তব্যরত পুলিশ সদস্যরা প্রায় নিয়মিত
বিভিন্ন গাড়ি থেকে চাঁদা আদায় করে থাকে। এ বিষয়ে প্রশাসন জেনেও যেন না
জানার ভাণ করেই রয়েছে।
তথ্যসূত্র:
No comments
Post a Comment