তিন পার্বত্য জেলায় আগামিকাল সকাল সন্ধ্যা হরতাল

রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য বাঙালি কোটা চালু, বিতর্কিতপার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন-২০১৬ অবিলম্বে বাতিল করাসহ পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের নিয়মিত ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৬ মার্চ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা সর্বাত্মকহরতাল পালনের আহ্বান জানিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ।
শুক্রবার সংগঠনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে পূর্বে ঘোষিত ৭ মার্চের হরতাল ঐ দিবসের ঐতিহাসিক তাৎপর্যের প্রতি সম্মান দেখিয়ে প্রত্যাহার করা হয়েছে। একইসাথে উপজেলা নির্বাচনের কারণে ৬ মার্চ গুইমারা উপজেলাকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।
রাঙ্গামাটি মানিকছড়ি বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম নেতৃত্বে আগামীকাল সোমবারের হরতাল বাঙ্গালী ছাত্রদের অধিকার আদায়ের হরতাল দাবিতে সারাদিন ব্যাপী এ কর্মসূচী ইস্তাহার দেওয়া হয়েছে ।
তথ্যসূত্র ডেলি সিএইচিট ,প্রকাশিত: ২০১৭-০৩-০৫ ১১:২০:০৯

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.