খাগড়াছড়ি সদরে মধ্যরাতে সেনাবাহিনীর বাড়ি তল্লাশি, জনমনে আতঙ্ক
খাগড়াছড়ি সদরের নারাঙহিয়া, অনন্ত মাষ্টার পাড়া, উপালি পাড়া এলাকায় বুধবার (২৯ মার্চ) দিবাগত মধ্য রাতে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন বাসা-বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে একদল সেনা সদস্য গাড়িযোগে এসে প্রথমে নারাঙখিয়া রেডস্কোয়ার এলাকায় দু’টি বাসায় তল্লাশি চালায়। সেনারা এসব বাসায় অবস্থানরত লোকজনকে ঘুম থেকে তুলে রুমে ঢুকে নানা জিজ্ঞাসাবাদ করে এবং মোবাইল ফোনের কল লিস্ট ও মেসেজ চেক করে। এরপর সেনা ও পুলিশের একটি দল রাত সাড়ে ৩টার দিকে অনন্ত মাষ্টার পাড়ার একটি বাসা থেকে অলপ বয়সী এক পাহাড়ি ছাত্রকে (এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল) ধরে নিয়ে যায়। সেনারা তাকে সাথে নিয়ে খবংপয্যা, উপালি পাড়া এলাকায় যায় এবং পাহাড়ি ছাত্র থাকে এমন বাসা দেখিয়ে দিতে বলে। এ সময় সেনারা উপালি পাড়ার একটি বাড়িতে হানা দেয়। তবে কাউকে আটক করা হয়নি।
সেনারা ওই ছাত্রকে চোখ বেঁধে দিয়ে নানা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে মানসিক নির্যাতন চালায় এবং সিগারেটের ধোঁয়া মুখের উপর ছড়িয়ে দেয়। এতে ওই ছাত্র অসুস্থ বোধ করতে থাকলে পরে রাতের মধ্যেই তাকে আবার বাসার গেটে নিয়ে এসে ছেড়ে দিয়ে যায়।
এদিকে মধ্য রাতে এ ধরনের সেনা তল্লাশির ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক দেখা দেয়।
তথ্যসূত্র:
No comments
Post a Comment