বন্দর নগরীতে বসন্তের প্রথম বৃষ্টি


বৃষ্টি এলো! বৃষ্টি এলো! মনে পড়ে ছোটবেলার ওই কবিতাটির কথা.. বৃষ্টি পড়ে টাপু-টুপুর আর গান দিয়ে যদি বলি বৃষ্টি ঝরে যায়, দু’চোখে গোপনে সখিগো নিলা না খবর যতনে আশায় আশায় বসে থাকি তোমার পথে সখিগো নিলা না খবর মনেতে…..

বসন্তের প্রথম বৃষ্টি ভিজিয়ে দিল অনুভূতি। পত্রপল্লবে প্রকৃতির প্রাণের স্পন্দন জাগিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত। গাছে গাছে ফুটেছে ফুল। পথের ধুলোবালি হলো শান্ত। চারদিকে বৃষ্টি ভেজা মাটির সোদা গন্ধ। ভেজা বাতাসে আমের মুকুলের পাগল করা ঘ্রাণ। মধ্যাহ্নে এই বৃষ্টি জানিয়ে দিল আসছে রুদ্র হাওয়ার দিন, পাতা উড়ানোর দিন। আসছে কালবৈশাখীর মিছিল। আসছে আগুন ঝরার দিন।

রোববার সন্ধা ৬টা ৩৫ মিনিট হতে বসন্তের প্রথম বৃষ্টি ঝরেছে। শীতল বাতাশ আর মেঘের গর্জনের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে.. তারপরেও মেঘময় ছিল আকাশ। বিকাল থেকেই মেঘাছন্ন ছিল আকাশ।
কতদিন বৃষ্টি দেখিনা, বৃষ্টিতে ভিজিনা। আজ দেশে হালকা বৃষ্টির শব্দ শুনতে পাই আর মনে পড়ে যায় এই গান: বৃষ্টি ঝরলে মনে পড়ে তোমার কথা, কাউকে বোঝাতে পারিনা….দূরত্ব বাড়িয়ে চলে গেলে বহুদুরে, কাছে ছিলাম তখন বুজিনি…

আমার স্বপ্ন আজ এলোমেলো বাতাসে ডানা মেলে,
আমার এই মন খুজে তোমায় শুধু তুমি নেয় বলে।

আবহাওয়া অফিসের সূত্রমতে, রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু জেলায় রাত ও দিনে সামান্য বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে ধুলোবালি থেকে কিছুটা হলেও স্বস্তি এসেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঋতু পরিবর্তনের এই সময়ে বাতাসে কিছুটা জলীয়বাষ্প থাকে। তাই কিছু বৃষ্টি হয়।


No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.