মার্চের বেতনের সঙ্গেই বৈশাখী ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা



চলতি মার্চ মাসের বেতনের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বৈশাখের সর্বজনীন উৎসব-ভাতা পাবেন। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এ কথা জানিয়েছেন।

প্রত্যেক সরকারি চাকরিজীবী তাঁর মূল বেতনের ২০ শতাংশ ‘বৈশাখী ভাতা’ পাবেন।

অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘এটা আমাদের অঙ্গীকার ছিল, আমরা তা পূরণ করেছি। এরই মধ্যে গেজেট হয়ে গেছে। আর কয়েক দিন পরই বৈশাখ মাস শুরু হবে। তাই চলতি মাসের বেতনের সঙ্গে বৈশাখী ভাতা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বছরে দুটি উৎসব ভাতা পাচ্ছিলেন। চলতি অর্থবছরে প্রথমবারের মতো বৈশাখী ভাতা যুক্ত করে সরকার।

দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় ২১ লাখ। বৈশাখী ভাতা বাবদ সরকারের প্রায় ৫৫০ কোটি টাকা বাড়তি ব্যয় হবে।

তথ্যসূত্র: ডেইলি সিএইচটি ডেস্ক

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.