দীঘিনালায় অবস্থান ধর্মঘট পালন করছে বিজিবি কর্তৃক উচ্ছেদ হওয়া ২১ পরিবারের সদস্যরা

অবিলম্বে স্ব স্ব বাস্তুভিটা ফেরত ও পুনর্বাসনের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে বিজিবি কর্তৃক উচ্ছেদ হওয়া ২১ পরিবারের সদস্যরা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উচ্ছেদ হওয়া ২১ পরিবারের সদস্যরা দীঘিনালা উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়েছে। সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে বলে তারা জানিয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ মে গভীর রাতে বিজিবি’র ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের নামে যত্নকুমার ও শশীমোহন কার্বারী পাড়ায় বিজিবি সদস্যরা ২১ পরিবারের বসতভিটাসহ জমি বেদখল করে। একই বছর ১০ জুন হামলা চালিয়ে ২১ পরিবারকে নিজ বাস্তুভিটা থেকে জোরপূর্বক তাড়িয়ে দেয় বিজিবি সদস্যরা।
তথ্যসূত্র: সিএইচটি নিউউজ ডটকম, 15.02.2016

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.