সংখ্যালঘু নির্যাতন রোধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি প্রবাসীদের দাবি

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন রোধে ব্যবস্থা নিতে বাংলাদেশের সরকারের প্রতি 'সেকুলার মুভমেন্ট বাংলাদেশ ইউকের' পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। শনিবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, সংগঠনের সভাপতি পুষ্পিতা গুপ্তার সভাপতিত্বে সাংবাদিক ও ব্লগার জুয়েল রাজ, মুসলেহ জাহিন এনামুল। আর লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সদস্য দ্বিগজয় শুভ।
বক্তব্যে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন একটি দৈনন্দিন ঘটনা। আগে আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দুরা অপেক্ষাকৃত কম নির্যাতিত হতো, এখন সব আমলই সমান।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সদ্য অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে আমরা খুশি যদিও কোন দলই সংখ্যালঘুদের তেমন মনোনয়ন দেয়নি। ব্লগার হত্যার বিচারে আমরা আনন্দিত এবং আশা করবো এই বিচারটি ত্বরান্বিত হবে। যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত এগিয়ে যাক এবং দেশে সব খুনের বিচার হোক আমরা তা চাই। এ ছাড়া যেকোনো একটি অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বা বিচার করে প্রমাণ করুক সরকার সংখ্যালঘুর সমস্যা সমাধানে সত্যিকার অর্থেই আন্তরিক।

তথ্যসূত্র: মানবকণ্ঠ/

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.