.JPG)
আজ ০৩ অক্টোবর রোজ শুক্রবার হিলচাদিগাং বৌদ্ধ বিহারে বর্ষাসাঠিক সংঘদান ও অষ্টপরিস্কারদান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ড. জিনবোধি মহাথের। অধ্যাপক, পালি ও সংস্কৃত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দানানুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন শ্রীমৎ সাধানাজ্যোতি স্থবির, অধ্যক্ষ, হিলচাদিগাং বৌদ্ধ বিহার ও শ্রীমৎ সুগতলংকার স্থবির, অধ্যক্ষ বরগাং বৌদ্ধ বিহার। পঞ্চশীল প্রার্থনা করেন বাবু অমিষকান্তি দেওয়ান, সভাপতি, হিলচাদিগাং বুড্ডিস্ট ওয়েলফেয়ার সোসাইটি। এ দানানুষ্ঠানে পৃষ্টপোষকতা করেন বাবু নিরুপন চাকমা, উপদেষ্ঠা, হিলচাদিগাং বুড্ডিস্ট ওয়েলফেয়ার সোসাইটি। এতে আরো বিভিন্ন বৌদ্ধ বিহারে ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন। ষবাপতির বক্তব্যে ড. জিনবোধি মহাথের ধর্মদেশনা করতে গিয়ে বলেন ধর্মী শিক্ষা ব্যতিত ছেলে মেয়েদের সুশিক্ষিত করা যায় না । তাই প্রতিটি মাতাপিতার কর্তব্য সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। মাতা-পিতা সচেতন হলেই একজন একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায়।
No comments
Post a Comment