বেতছড়ি রিসো কোসেই কাই সেন্টার জায়গা দাবী করে থানায় জিডি করেছে বাঙ্গালি সেটেলারা
বেতছড়ি রিসো কোসেই কাই সেন্টার জায়গা দাবী করে থানায় জিডি করেছে বাঙ্গালি সেটেলারা । অথচ একটি নদী ও একটি বিল দুরত্বে বাঙ্গালি সেটেলার পাড়া। এত দুর থেকে অযুক্তিক ভাবে তাদের জায়গা বলে দাবী করছে আর তাদেকে সহায়তা দিচ্ছে সেনাবাহিনী । পূর্বে থেকে এই জায়গা তিন জনের দখলে ছিল। তারা কোর্টের মাধ্যমে দখল সত্বদান করেছি। উল্লেখ্য উক্ত জায়গাটি খাগড়াছড়ি সদর থানায় বেতছড়ি মধ্য পাড়া গ্রামে বেতছড়ি রিসো কোসেই কাই
সেন্টার নির্মাণ করার জন্যে এবং আসন্ন বর্ষা
মৌসুমে ফলজ, বনজ চারা রোপন করার জন্যে স্থানীয় বৌদ্ধ জনসাধারণ জঙ্গল
পরিস্কার করে । এতে নেতৃত্ব দেন শ্রীমৎ সাধনাজ্যোতি স্থবির। উল্লেখ্য ২৩
জানুয়ারী ২০১৩ সালে রিসসো কোসেই কাই বাংলাদেশ এর মিনিষ্টার মিষ্টার আরিতোমি
সান (জাপানী) অত্র এলাকা পরিদর্শন করেন।। সে সময তিনি এই জায়গায় উক্ত
সংগঠনের শাখায় প্রতিষ্ঠা করার জন্যে মত প্রকাশ করেন। এই সময় হতে তিনি
এলাকার গরীব ১০ জন ছাত্র/ছাত্রীর বৃত্তি প্রদান করে আসতেছেন। যা আজ চালু
রেখেছেন। তিনি আরো ৯ জানুয়ারী ২০১৪ সালে পরির্দশন করে জায়গা পরিষ্কার করে আসন্ন
বর্ষা
মৌসুমে ফলজ, বনজ চারা রোপন করার জন্যে নির্দেশ প্রদান করেন। গত ২৮ মার্চ
স্থানীয় বৌদ্ধ জনসাধারণ স্বেচ্ছাশ্রমের দিয়ে জায়গাটি পরিস্কার করা হয়। কিন্ত জায়গা পরিস্কার করার পর পর বাঙ্গালি সেটেলারা তাদের জায়গা বলে দাবী থানায় জিডি করেছে।
No comments
Post a Comment