এরশাদের পরামর্শে আমি বিরোধী নেতা:রওশন
সর্বশেষ আপডেট বুধবার, 8 জানুয়ারি, 2014 14:23 GMT 20:23 বাংলাদেশ সময়
বাংলাদেশের দশম জাতীয় সংসদে জাতীয়
পার্টির সংসদীয় দলের নেতা হতে যাচ্ছেন দলটির জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য
রওশন এরশাদ। দলটির নির্বাচিত সংসদ সদস্যরা কাল শপথ গ্রহণ করবেন।
মিসেস এরশাদ বলেছেন দলের চেয়ারম্যান এরশাদ তাকে সংসদের বিরোধী দলের নেতার দায়িত্ব নিতে বলেছেন।জেনারেল এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে নির্বাচনের আগে থেকেই অসুস্থ হয়ে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। এরপর দলটির বিভিন্ন অংশের নেতারা কখনো নির্বাচনে অংশগ্রহণ আবার কখনো নির্বাচন বর্জনের কথা বলেছেন।
সংবাদ সম্মেলনে মিসেস এরশাদকে জিজ্ঞেস করা হয়েছিল ৫ই জানুয়ারির নির্বাচনে তার দল থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ নিচ্ছেন কি-না। আর নিলে দলটির সংসদীয় দলের নেতা কে হবেন ?
জবাবে মিসেস এরশাদ বলেন, “এরশাদ সাহেব সাবেক রাষ্ট্রপতি। তাই তিনি আমাদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব নিতে বলেছেন। দলের ৩৩ জন নির্বাচিত সদস্য কাল শপথ নেবেন এবং এরশাদও শপথ গ্রহণ করবেন”।
তবে এরশাদ কবে শপথ নিবেন সেটি তিনি বলেননি।
"এরশাদ সাহেব সাবেক রাষ্ট্রপতি। তাই তিনি আমাদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব নিতে বলেছেন। দলের ৩৩ জন নির্বাচিত সদস্য কাল শপথ নেবেন এবং এরশাদও শপথ গ্রহণ করবেন"
রওশন এরশাদ
তবে দশম সংসদে বিরোধী দলে থাকলেও সরকারে অংশ নেবেন কি-না সেটি নিয়ে তারা এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করেননি বলে তিনি জানান। পরে দলীয় ভাবে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে রওশন এরশাদ রাজনৈতিক অচলাবস্থা নিরসনে নতুন একটি নির্বাচনের কথা বলেছেন।
তিনি বলেন, “সংবিধানের আওতায় আগামীতে সব দল ও মানুষের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চলমান রাজনৈতিক অচলাবস্থার সমাধান হোক”।
এ জন্য তিনি দুই প্রধান রাজনৈতিক দলকে দ্রুত আলোচনায় বসার আহবান জানিয়েছেন।
জাতীয় পার্টিতে নির্বাচন বর্জন ও অংশগ্রহণ নিয়ে নানা নাটকীয়তা ছিল। বিভিন্ন নেতা তাদের নানামুখী বক্তব্যকে এরশাদের বক্তব্য দাবি করে আসছিলেন। তবে আজকের সংবাদ সম্মেলনে সব পক্ষের নেতাদেরই উপস্থিতি ছিল।
তবে জেনারেল এরশাদের ভাই জাতীয় পার্টির আরেক জ্যেষ্ঠ নেতা জিএম কাদের অবশ্য এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেননা।
মিসেস এরশাদ বলেছেন মি. কাদেরও তাদের সাথে রয়েছেন।
মি. কাদের ৫ই জানুয়ারির নির্বাচনে নির্বাচিত হননি। যদিও নির্বাচনের আগেই তিনি বলেছেন এরশাদ নির্বাচনে অংশ নিচ্ছেননা এবং তিনিও এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেননা। তবে উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাটের একটি আসনে ব্যালট পেপারে তার নাম ছিল।
No comments
Post a Comment