চিকিৎসার্থে ৩ (তিন) লক্ষ টাকা সাহায্যের আবেদন প্রয়োজন

খাগড়াছড়ি পার্বত্য জেলায় মহালছড়ি উপজেলার খুলা রাম পাড়া গ্রামের এক ভূমিহীন গবীর কৃষকের মেয়ে মিস্ টুথিং চাকমা (ঊষা), বয়স ৫ বছর ১১ মাস, পিতা- প্রমেশ চাকমা (অমর সিং), মাতা- হ্যাপিলী চাকমা। সে দীর্ঘ সাড়ে তিন বছর যাবৎ বাল্ব ও হার্টের সমস্যায় ভূগতেছিল। বিগত সাড়ে তিন বছর আগে ন্যাশানাল হার্ট ফাউন্ডেশন অব রিসার্চ ইনিস্টিটিউট, মিরপুর-২, ঢাকা, হাসপাতালে “PDA” অপারেশনসহ একটানা চিকিৎসা করে ৬ (ছয়) লক্ষ টাকা খরচ করে তার বাবা ক্লান্ত ও সর্বস্বান্ত হয়েছে। বর্তমানে বাল্ব ও হার্টের অপারেশন করতে আরও ৩ (তিন) লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা যোগাড় করা তার দরিদ্র পিতার পক্ষে বর্তমান অসম্ভব হয়ে পড়েছে। তাই এই নিষ্পাপ শিশুকে বাঁচাতে সহৃদয়বান, বিত্তশালী ও মানতাবাদী মানুষের কাছে তার মাতা ও পিতা আর্থিক সহযোগিতার আবেদন জানাচ্ছে।

সাহায্য পাঠানোর ঠিকানা ঃ
হ্যাপিলী চাকমা
সঞ্চয়ী হিসাব নং- ৩৪০০৪০৪৮
সোনালী ব্যাংক, মহালছড়ি শাখা,
খাগড়াছড়ি।
সুবিমল চাকমা :০১৯১৯-৮১০৬২৮
মোবাইল  : ০১৮৪৫-৭৭৮৬৪৯
বিকাশ নং- ০১৮৪৫-৭৭৮৬৪৯

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.